শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময় আরও ২৩ দিন বাড়ানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলেরা এই হ্রদ থেকে মাছ আহরণ শুরু করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানায় হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

মৎস্য বিজ্ঞানীদের ব্যাখ্যা ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

রাঙামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম বলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা, ব্যবসায়ী ও জেলেদের চাহিদা এবং তাদের অবস্থার কথা বিবেচনা করে আমরা আগামী ১ সেপ্টেম্বর থেকে লেকে মাছ শিকার শুরুর বিষয়ে জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছি।

হ্রদে প্রায় ২৭ হাজার জেলে মাছ ধরেন উল্লেখ করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ব্যবসায়ীরাও এর সঙ্গে জড়িত। এটা ঠিক যে, দীর্ঘদিন মাছ শিকার বন্ধ থাকায় এখানকার ভোক্তারা প্রাণিজ আমিষ থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সবার স্বার্থ বিবেচনা করেই সময় আরও কিছুটা বাড়িয়ে ১ সেপ্টেম্বর হ্রদ খুলে দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, বিএফডিসি ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ, বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার, মৎস্যব্যবসায়ীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিবছর কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে তিন মাস মাছ শিকার বন্ধ থাকে।

Facebook Comments Box

Posted ১১:২৩ এএম | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(54 বার পঠিত)
Il modo migliore per best online casino
(32 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।