| বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট | 43 বার পঠিত
প্রাণনাশের হুমকি পেয়ে আইনি পদক্ষেপ নিলেন ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং। কানাডীয় গ্যাংসার গোল্ডি ব্রারের কাছ থেকে হুমকি পাওয়ার পর বুধবার (২১ জুন) দিল্লিতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন হানি সিং।
২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মনে করা হয় গোল্ডি ব্রারকে। চলতি বছরের মে মাসে কানাডিয়ান সরকারও মোস্ট ওয়ান্টেড ২৫ অপরাধীর তালিকায় গোল্ডি ব্রারকে রাখে।
সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর অনেক ভারতীয় গায়কই নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন। এবার মৃত্যুর হুমকি পাওয়ার কথা জানালেন হানি সিং।
Posted ৪:০৩ পিএম | বুধবার, ২১ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।