সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানবেন যেভাবে

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে নিয়মিত তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে বা পাসওয়ার্ড জটিল হলে তা মনে রাখা সম্ভব হয় না। ফলে নতুন ফোনে ইন্টারনেট চালু করতে বা কেউ ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানতে চাইলে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানা যায়। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ খুলে ওয়াই-ফাই অপশনে যেতে হবে। এরপর যে নেটওয়ার্কে ফোন যুক্ত রয়েছে, সেটির পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক দিতে হবে। এবার পাসওয়ার্ড ফিল্ডের পাশে থাকা ‘আই’ আইকনে ক্লিক করলেই স্মার্টফোনে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।

Facebook Comments Box

Posted ২:৫৮ পিএম | রবিবার, ১৬ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।