মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সর্বোচ্চ ৩২ পুরস্কার নিয়ে গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে

  |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   38 বার পঠিত

সর্বোচ্চ ৩২ পুরস্কার নিয়ে গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে

সর্বোচ্চ ৩২ পুরস্কার নিয়ে সবচেয়ে বেশিবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর তালিকার চূড়ায় উঠেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা বিয়ন্সে ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো ডটকম অ্যারেনায় বাংলাদেশ সময় সোমবার সকালে গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৩ ঘোষণা করা হয়েছে। আলোঝলমলে মঞ্চের সব আলো যেন কাড়লেন বিয়ন্সে। সেরা নাচ/ইলেকট্রিক মিউজিক অ্যালবামসহ (রেনেসাঁ) মোট চার পুরস্কার বাগিয়ে নিয়ে রেকর্ডের খাতায় নাম লেখালেন তিনি।
এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। তাঁকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলেন বিয়ন্সে। এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে।

৮ বছর পর গত বছরের জুলাইয়ে সপ্তম স্টুডিও অ্যালবাম ‘রেনেসাঁ’ মুক্তি দেন বিয়ন্সে। অ্যালবামটি বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলে। তখনই সমালোচকদের অনুমান ছিল, সামনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেও রাজত্ব করবেন বিয়ন্সে। অনুমান সত্যি করে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে জয়জয়কার হয়েছে তাঁর।
সেরা নাচ/ইলেকট্রিক মিউজিক অ্যালবাম (রেনেসাঁ) ছাড়াও সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডআর পরিবেশনা (প্লাস্টিক অব দ্য সোফা), সেরা নাচ/ইলেকট্রিক রেকর্ডি (ব্রেক মাই সোল), সেরা আরঅ্যান্ডআর গান (কাফ ইট) বিভাগে পুরস্কার পেয়েছেন বিয়ন্সে।

গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করছি। আমি শুধুই নিতে এসেছি। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার প্রেরণা আমার মধ্যে রয়েছে। আমি মা–বাবা, স্বামী, তিন সন্তানকে ধন্যবাদ জানাতে চাই।’
গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে ও সলতির পর রয়েছেন প্রযোজক কুইন্সি জোনস (২৮), অ্যালিসন ক্রাউস (২৭)।

Facebook Comments Box

Posted ৯:০১ এএম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।