| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 92 বার পঠিত
কলকাতায় আবারও টাকার পাহাড়ের খোঁজ মিলেছে। নিউটাউনে পুলিশি হানায় ভুয়া কল সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার রুপি।
বুধবার (৮ মার্চ) পুলিশি অভিযানে ওই ভুয়া কল সেন্টার থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি, ছয়টি বিলাসবহুল গাড়ি, কয়েক শ’ কম্পিউটার, ল্যাপটপ, একটি টাকা গোনার মেশিন ও দুটো সোনার আংটি। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গুজরাট ও দিল্লির বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, ওই কল সেন্টারে জালিয়াতি চক্র ভিন্ন রাজ্যেও ছড়িয়ে রয়েছে। বিধাননগর পুলিশের তরফে জানা গেছে, কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে ফোন করে ঋণ নেয়ার প্রলোভন দিত অভিযুক্তরা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি করেছে পুলিশ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে।
Posted ৮:১৩ এএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।