শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ডিএ মঞ্চে শুভেন্দু! কুণালের তোপ, ‘বাংলাকে অশান্ত করার গভীর ষড়যন্ত্র হচ্ছে’

কলকাতা ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   17 বার পঠিত

ডিএ মঞ্চে শুভেন্দু! কুণালের তোপ, ‘বাংলাকে অশান্ত করার গভীর ষড়যন্ত্র হচ্ছে’

ডিএ মঞ্চে গিয়ে নবান্ন অভিযানের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘অধিকার আদায়ে নবান্ন অভিযান করুন’। বিরোধী দলনেতার এই বক্তব্যকে হাতিয়ার করেই এবার তাঁকে নিশানা করল তৃণমূল। এদিন কুণাল ঘোষ বলেন, ‘গভীর ষড়যন্ত্র করা হচ্ছে’

‘‘শুভেন্দু অধিকারী আজ ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান এবং বলেন, ‘আগুন জ্বলবে বাংলায়’! আমাদের আশঙ্কা, বাংলাকে অশান্ত করতে কোনও গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। শুভেন্দু আগেও একাধিকবার বাংলার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা করেছেন। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তাতে তিনজনের প্রাণহানি থেকে শুরু করে সম্প্রতি আমজনতাকে প্ররোচিত করতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ভুয়ো তথ্য পেশ – শুভেন্দু বারবার এমনটা করেছেন।’’

কুণাল ঘোষ আরও বলেন, সংশ্লিষ্ট আন্দোলনকারীরা আসলে রাজ্যে বিরোধী নেতাদের হয়ে তাঁদের ধরনা চালিয়ে যাচ্ছেন। কুণালের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার যে বাংলার হকের বিপুল টাকা আটকে রেখেছে, তা নিয়ে এই আন্দোলনকারীরা কিছুই বলছেন না। অথচ, মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সীমিত সাধ্যের মধ্যেই তাঁদের দাবি পূরণের প্রয়াস করেছেন।’’

প্রসঙ্গত, ‘অধিকার আদায়ে নবান্ন অভিযান করুন,’ ডিএ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার বকেয়া ডিএ-এর দাবিতে অনশনরত সরকারি কর্মচারীদের মঞ্চে পৌঁছে যান শুভেন্দু। আন্দোলনকারীদের সঙ্গে মিলিত হয়ে তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর দাবি, ‘ভোট লুট করাতে পারবেন না বলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে দমন পীড়ণ নীতি নিয়েছে এই সরকার।’ এদিন শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারির সুরে এও বলেন, ‘অনশনরতদের মধ্যে যদি কারোর কোনও ধরনের সমস্যা হয় তাহলে বাংলায় আগুন জ্বলবে।’

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।