মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রণপায় হেঁটে বিশ্ব রেকর্ড

কলকাতা ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

রণপায় হেঁটে বিশ্ব রেকর্ড

সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন সারি সারি মানুষ। গুনে গুনে ৭২১ জন। তবে হাঁটতে সরাসরি নিজেদের পায়ের ওপর ভরসা করছেন না তাঁরা। বেছে নিয়েছেন রণপা। একই সঙ্গে নজরকাড়া ও বিচিত্র এ কর্মযজ্ঞ করে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়।

ঘটনাটি ভারতের আসাম রাজ্যের পাহাড়ঘেরা জেলা কারবি আংলংয়ের। এ রেকর্ড গড়া হয়েছে সেখানকার কারবি সম্প্রদায়ের উদ্যোগে।

রণপা দিয়ে হাঁটা আসলে এই সম্প্রদায়ের ঐতিহ্যগত একটি খেলা। এর একটি স্থানীয় নামও রয়েছে—‘কেংডংডাং’।

রণপা দিয়ে হাঁটতে বাঁশ বা কাঠের লম্বা দুটি লাঠির প্রয়োজন হয়। এই লাঠি দুটিতে থাকে পা রাখার জায়গা। সেখানে দুই পা রেখে লাঠির ওপরের অংশ হাত দিয়ে ধরে হাঁটতে হয়। বিচিত্র এই কৌশলে হাঁটার জন্য কসরতের প্রয়োজনও কম হয় না।

কারবি আংলং জেলাসহ সারা ভারতে প্রায় পাঁচ লাখ কারবি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। সম্প্রতি কারবি আংলংয়ে ৫০তম কারবি যুব উৎসবের আয়োজন করা হয়। সেখানেই গড়া হয় রণপায় হাঁটার বিশ্ব রেকর্ড। রণপায় হেঁটে ৭২১ জন ২ কিলোমিটার পাড়ি দেন। এতে তাঁদের সময় লাগে ১০ মিনিট।

নতুন এই রেকর্ডের বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা ঋষি নাথ গত রোববার বলেন, এর আগেও রণপায় হেঁটে বিশ্ব রেকর্ড রয়েছে। সেবার এতে অংশ নিয়েছিলেন ২৫০ জন। এবার তার প্রায় তিন গুণ মানুষ হেঁটে আগের রেকর্ডটি ভেঙেছেন।

নতুন রেকর্ড গড়ে বেশ উচ্ছ্বসিত কারবি সম্প্রদায়ের সদস্যরা। এ জন্য গত অক্টোবর থেকে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। ইতিহাস গড়ার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে সম্প্রদায়টির মুখপাত্র রাজেশাস তেরাং বলেন, ‘রণপায় হেঁটে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে গিনেসের খাতায় নাম লেখানো শুধু কোনো মাইলফলক অর্জনই নয়, এটি একটি সম্প্রদায় হিসেবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্য উদ্‌যাপনের একটি উপলক্ষও।’

Facebook Comments Box

Posted ৫:০৩ পিএম | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।