শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দিল্লি জয়ের হুঙ্কার মমতার

কলকাতা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   16 বার পঠিত

দিল্লি জয়ের হুঙ্কার মমতার

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে কংগ্রেস এবং বামপন্থীদের বিরুদ্ধে মিত্রতার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরদিনই তিনি বলেছেন, তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) দিল্লিতে ‘‘জিতবে’’ এবং আসন্ন লোকসভা নির্বাচনের পর সব আঞ্চলিক দলকে এক ছাতার নিচে নিয়ে আসবে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক সমাবেশে ভাষণে ‘‘মা, মাটি, মানুষের’’ মূল মূল্যবোধের প্রতি তার দলের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। তিনি দাবি করেন, বাংলাকে জয় এবং জাতীয় রাজধানীতে তার প্রভাব প্রসারিত করার লক্ষ্য রয়েছে তৃণমূল কংগ্রেসের।

লোকসভা নির্বাচনের পর আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার ওপর জোর দিয়েছেন তিনি। এর মাধ্যমে দেশটির বিরোধীদের নিয়ে গড়া ‘‘ইনডিয়া’’ জোট থেকে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। বিজেপিবিরোধী জোট ইনডিয়ায় কংগ্রেস এবং দিল্লির আম আদমি পার্টিও (এএপি) রয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘জনগণ যদি আমাদের সাথে থাকে, তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা দিল্লি জয় করবো। নির্বাচনের পর সব আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে আমরা এটা করবো।’’

ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। এসব উদ্যোগ ভোটারদের বিচ্ছিন্ন করার লক্ষ্যে দেশটির সরকার হাতে নিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

দেশটির জনগণকে এসব রাজনৈতিক পরিকল্পনা বিশ্বাস না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে কারসাজি করার জন্য এই ধরনের ব্যবস্থাকে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘দয়া করে মনে রাখবেন, আমি তাদেরকে এখানে এনআরসি প্রয়োগ করতে দেব না। তারা সিএএর নামে মিথ্যা বলছে। এটা তাদের রাজনৈতিক পরিকল্পনা, তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের সবাইকে বিচ্ছিন্ন করতে চায়।’

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।