শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৬ রুশ কারা কর্মকর্তার সম্পদ জব্দ যুক্তরাজ্যের, আসছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউরোপ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   18 বার পঠিত

৬ রুশ কারা কর্মকর্তার সম্পদ জব্দ যুক্তরাজ্যের, আসছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার প্রেসিডেস্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি যে কারাগারে মারা গেছেন সেই আর্কটিক পেনাল কলোনির দায়িত্বে থাকা শীর্ষ ৬ কর্মকর্তার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। তাদের যুক্তরাজ্য ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বুধবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নাভালনির মৃত্যুর পর রাশিয়ার বিরুদ্ধে এটিই কোনো দেশের প্রথম নিষেধাজ্ঞা। খবর-বিবিসি

নিষেধাজ্ঞার ঘোষণায় বলা হয়েছে, কারাগারে পুতিনের সবচেয়ে কঠোর সমালোচনাকারীর মৃত্যুতে পশ্চিমা বিশ্ব তীব্র ক্ষোভ প্রকাশ করছে। এজন্য দায়ী করা হচ্ছে পুতিন প্রশাসনকে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন বলেছেন, নাভালনির ‘নিষ্ঠুর মৃত্যুর’ জন্য দায়ীদের জবাবদিহি করা হবে। আর্কটিক পেনাল কলোনি কারাগারের প্রধান ও পাঁচজন উপপ্রধানসহ যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের সম্পদ জব্দ করা হবে। এটা স্পষ্ট যে- রাশিয়া সরকার নাভালনিকে হুমকি হিসেবে দেখেছে। তাকে চুপ করানোর জন্যই বারবার চেষ্টা করা হয়েছে।

ব্রিটিশ সরকার নাভালনির মৃতদেহ অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর এবং পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। তবে সমালোচনাকারীরা বলছেন- রাশিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কার্যকর নয়। পশ্চিমা নেতারাও বলছেন, নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার কর্তৃপক্ষের দায় রয়েছে। যুক্তরাষ্ট্রও ঘোষণা করেছে যে, তারা নাভালনির মৃত্যু এবং ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করবে।

এর আগে নাভালনির কারাবন্দি অবস্থায় মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য সরকার রাশিয়ান দূতাবাসের কূটনীতিকদের তলব করে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, নাভালনি একজন সাহসী নেতা ছিলেন। মানবাধিকারের প্রতি তার যে ত্যাগ তা বিশ্বের লাখ লাখ মানুষের অনুপ্রেরণা। যে আদর্শের জন্য তিনি লড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তা চিরকাল বেঁচে থাকবে। ক্রেমলিন সমালোচকের এমন মৃত্যু অবশ্যই ‘পুরোপুরি ও স্বচ্ছভাবে’ তদন্ত করা উচিত।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাভালনির মৃত্যুকে ‘ভয়াবহ সংবাদ’ বলে অভিহিত করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এজন্য পুতিনকে দায়বদ্ধ হওয়া উচিত।

এছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এর জন্য রাশিয়ার সরকারকে দায়ী করে বলেছে, যখন কেউ কারাবন্দী অবস্থায় মারা যান তখন সেই দায়ভার রাষ্ট্রকে নিতে হয়।

অন্যদিকে রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কারাবন্দি অবস্থায় বিরোধী এ রাজনীতিকের মৃত্যুর দায় প্রেসিডেন্ট পুতিনকে নিতে হবে। তিনি বলেন, পুতিন সরকার নাভালনির মৃত্যুর জন্য দায়ী এতে ‘কোনো সন্দেহ’ নেই। পুতিন নাভালনির মৃত্যুর জন্য দায়ী এত কোনো ভুল নেই।

৪৭ বছর বয়সী নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী। ২০২৩ সালের শেষ দিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, নাভালনি চেতনা হারিয়েছিলেন এবং কারাগারে হাঁটাহাঁটির পর মারা যান। তাকে বাঁচানোর জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে তা কাজে দেয়নি।

Facebook Comments Box

Posted ১১:৩৪ এএম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।