বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্যারিস শান্তি ফোরাম: সংকট সমাধানের সন্ধান

  |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   24 বার পঠিত

প্যারিস শান্তি ফোরাম: সংকট সমাধানের সন্ধান

প্যারিসের দুই দিনের একটি শান্তি ফোরাম চলতি বছরটির জন্য আরও আশাবাদী কিছু তুলে ধরার লক্ষ্যে শক্রবার শুরু হয়েছে। এই বছরটি ইউক্রেনে সাম্প্রতিক যুদ্ধ, ক্ষুধা, মন্দা,দ্রব্যমুল্যের আকাশচুম্বী দাম এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ধ্বংসে জর্জিত। আলোচ্যসুচীতে ল্যাটিন আমেরিকাও রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ , মস্তিষ্কপ্রসূত প্যারিস পিস ফোরামের এই পঞ্চম সংস্করণে বিশ্বনেতা, মানবতাবাদী ও ব্যবসায়িক ব্যক্তিত্বসহ প্রায় ৪০০০ মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, ভেনেজুয়েলার মতো আঞ্চলিক গুরত্বপূর্ণ দেশটির উপর আলোকপাত করে জীবাশ্ম জ্বালানী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ে দ্বন্দ্বকে আজকের যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছেন । ম্যাক্রঁ এবং লাতিন আমেরিকার নেতারা শুক্রবার ভেনিজুয়েলার সংকট নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

শনিবার পর্যন্ত চলমান প্যারিস ফোরামের আলোচনা, শান্তি নির্মাণ, সংঘাত এবং ইউক্রেনের যুদ্ধের পরিণতি – উদ্বাস্তু থেকে ক্রমবর্ধমান ক্ষুধা – এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের মতো বিষয়গুলিকে লক্ষ্য করে এগিয়ে যাবে ।

আজকের ‘বহুমাত্রিক সংকট’ যাকে বলে, তা মোকাবেলায় এই ধরনের সমাবেশ কী করতে পারে?

প্যারিস শান্তি সম্মেলনের মহাসচিব ফ্যাবিয়েন হারা জবাবে বলেন, “সম্মেলনে নানাবিধ ইস্যু এবং তার কারণ উঠে এসেছে। এখানে নতুন জোট তৈরি করা হয়েছে, ফোরাম থেকে নতুন রাজনৈতিক উদ্যোগও শুরু করা হয়েছে – এবং তহবিল সংগ্রহ করা হয়েছে।‘’

তিনি আরও বলেন, অন্যান্য অর্জনের মধ্যে ফোরামটি উন্নয়নশীল দেশগুলোতে কোভিড-১৯ ভ্যাকসিনের তহবিল সংগ্রহের জন্যও একটি জোট গঠন করেছে।

হারা বলেন, এ বছরের ফোরাম জলবায়ু সংক্রান্ত ক্ষতিপূরণের মতো বিষয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বিস্তৃত বিভাজনকে গুরুত্ব দিচ্ছে , যা নিয়ে মিশরে সিওপি-২৭ শীর্ষ সম্মেলনে এখন আলোচনা চলছে ।

ম্যাক্রঁ পর্নোগ্রাফি এবং সাইবার বুলিং সহ অনলাইন অপব্যবহারের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু করার জন্যও শীর্ষ সম্মেলনটিকে কাজে লাগিয়েছেন।

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | শনিবার, ১২ নভেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।