শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি ইইউর আহ্বান

ইউরোপ ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   19 বার পঠিত

ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি ইইউর আহ্বান

ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধে যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনের গাজায় ‘অনেক বেশিসংখ্যক মানুষের’ নিহত হওয়ার পটভূমিতে ইউরোপের ২৭ দেশের জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান ‘অতি মাত্রায়’ গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এ মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বোরেল গতকাল সোমবার বলেন, ‘আপনি যদি মনেই করেন যে অনেকসংখ্যক মানুষকে হত্যা করা হচ্ছে, তবে এত মানুষের হত্যা ঠেকাতে আপনার কম অস্ত্র সরবরাহ করা উচিত।’

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বোরেল এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, এটা কি যৌক্তিক? এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি। বেশ কিছুদিন ধরে তাঁর পদত্যাগের দাবি করে আসছে ইসরায়েল।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান প্রশ্ন করেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন যে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, এমন কথা আপনি কতবার শুনেছেন?’

বোরেল বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি বিশ্বাস করে যে এটি নরহত্যা, অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, সে ক্ষেত্রে আমাদের হয়তো অস্ত্রের (সরবরাহ) বিষয়টি ভাবতে হবে।’

সামরিক অভিযানের জন্য ১০ লাখ মানুষের আশ্রয়স্থল গাজা নগরীর রাফাহ খালি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া আদেশের সমালোচনা করেন ইইউর এই শীর্ষ কূটনীতিক।

বোরেল পাল্টা প্রশ্ন রেখে জানতে চান, ‘তারা খালি করে যাবে কোথায়? চাঁদে যাবে। এসব মানুষকে তারা (ইসরায়েল) কোথায় সরিয়ে নিতে চাইছে?’

Facebook Comments Box

Posted ১:৫৫ পিএম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।