শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নাভালনির স্ত্রী ইউলিয়া

ইউরোপ ডেস্ক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নাভালনির স্ত্রী ইউলিয়া

রাশিয়ায় নিহত পুতিনবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আজ সোমবার তাঁদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ইইউর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এদিকে ক্রেমলিনের বিরোধী হিসেবে পরিচিত নাভালনির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় কয়েক ডজন মানুষকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার একটি আদালত।

৪৭ বছর বয়সী নাভালনি গত শুক্রবার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। নাভালনির মৃত্যুর ঘটনা তাঁর সমর্থক ও পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

ব্রাসেলসে আজ ইইউর পররাষ্ট্র কাউন্সিলের বৈঠক হবে। সেখানে নাভালনির স্ত্রী ইউলিয়াকে স্বাগত জানাবেন জোটের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
এ বিষয়ে গতকাল রোববার এক এক্স বার্তায় জোসেপ বোরেল জানান, রাশিয়ায় মুক্তির জন্য যাঁরা লড়ছেন, তাঁদের সমর্থনে জোরালো বার্তা পাঠাবেন ইইউর মন্ত্রীরা। সেই সঙ্গে তাঁরা নাভালনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

রাশিয়ার অন্যতম প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন নাভালনি। ভ্লাদিমির পুতিনের শাসনামলে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে প্রচারের ডাক দিয়ে তুমুল জনসমর্থন পান তিনি।

নাভালনির মৃত্যুর খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এর পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে দায়ী করেন ইউলিয়া। তিনি দুই বছর ধরে স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার ‘দুষ্টু ও ভয়ংকর সরকারের’ বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান ইউলিয়া।

নাভালনির প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষকে বাধা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ ছাড়া নাভালনির প্রতি শোক জানাতে গিয়ে অনেককে আটক করা হয়েছে। তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। অধিকার সংগঠনগুলো বলছে, রাশিয়ার বিভিন্ন শহর থেকে ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।

শুধু সেন্ট পিটার্সবার্গ শহরে আদালত ১৫৪ জনকে সংক্ষিপ্ত সময়ের জন্য কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার সমালোচিত বিক্ষোভবিরোধী আইন ভঙ্গ করায় তাঁদের বিচার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১২ পিএম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।