বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সেদিন কী ঘটেছিল কামরাঙ্গীরচরে, জানালেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

সেদিন কী ঘটেছিল কামরাঙ্গীরচরে, জানালেন অপু বিশ্বাস

টাঙ্গাইলে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির পর এবার জনতার বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। 

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু স্থানীয় কিছু মুসুল্লিদের আপত্তিতে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। এর আগে বিষয়টি নিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিও দুঃখ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচার শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

মেহজাবীন, পরীমণির পর রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস বাধার মুখে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই শোবিজাঙ্গনের জন্য এটিকে অশনি সংকেত বলেও দাবি করেন। 

তবে পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকায় ছিলেন অপু বিশ্বাস। অবশেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। 

যেখানে কামরাঙ্গীরচরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ 

কিন্তু কেন? অপু বললেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’

বলে রাখা ভালো, সেদিন কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করেন অপু বিশ্বাস। তবে কামরাঙ্গীরচরে কেমন বাধার মুখে পড়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।

Facebook Comments Box

Posted ১১:১৪ এএম | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।