মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাঁচ বছরে ভারত এক লাখ ৯০ হাজার কোটি রুপির অস্ত্রশস্ত্র কিনেছে

  |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

পাঁচ বছরে ভারত এক লাখ ৯০ হাজার কোটি রুপির অস্ত্রশস্ত্র কিনেছে

গত পাঁচ বছরে ভারত এক লাখ ৯০ হাজার কোটি রুপি অর্থাৎ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। এর মধ্যে যুদ্ধবিমানের রাডার, হেলিকপ্টার, রকেট, বন্দুক, পিস্তল, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল ও স্পেনসহ আরও কিছু দেশের কাছ থেকে এসব কিনেছে ভারত। লোকসভায় শুক্রবার জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অজয় ভাট এসব তথ্য জানান।

২০১৭-১৮ অর্থবছরে ৩০ হাজার ৬৭৭ কোটি রুপি, ২০১৮-১৯ অর্থবছরে ৩৮ হাজার ১১৬ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৪০ হাজার ৩৩০ কোটি, ২০২০-২১ অর্থবছরে ৪৩ হাজার ৯১৬ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ৪০ হাজার ৮৪০ কোটি রুপির অস্ত্রশস্ত্র কিনেছে ভারত। এর মধ্যে ৫৯ হাজার কোটি রুপি দিয়ে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনা হয়েছে।

প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়া ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কিন্তু ক্ষমতাধর প্রতিবেশি চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে ভারত। চীন ভারতের চেয়ে চারগুণ বেশি খরচ করে আর যুক্তরাষ্ট্রের ব্যয় ভারতের চেয়ে দশগুণ বেশি।  

খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

Facebook Comments Box

Posted ১:৫০ এএম | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।