শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সাভার ও আশুলিয়ায় শেখ হাসিনা-কাদের সমন্বয় ক্লাবের হেলালসহ ৪১৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

সাভার ও আশুলিয়ায় শেখ হাসিনা-কাদের সমন্বয় ক্লাবের হেলালসহ ৪১৬ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট দুপুরে আশুলিয়ার বাইপাইলে ছাত্র-জনতা কে পিটিয়ে ও গুলি করে হত্যা ও সাভারে কলেজ ছাত্রীকে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৬৬ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় ও

সাভার মডেল থানায় ৩৫০ জনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে নাফিসা হোসেন মারুয়া (১৭) নামের এক কলেজ ছাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন ও (৮ সেপ্টেম্বর) আশুলিয়া থানায় মোঃ সাহেব আলী বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। এছাড়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গাজীপুরের টঙ্গীর সাহাজউদ্দিন সরকার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাফিসা হোসেন মারুয়া। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা,মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান,তার সাবেক একান্ত সচিব শামীম আহমেদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তার ভাই ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর, সাভার পৌরসভার সাবেক মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি ৪। জুনাইলদ আহমেদ পলক, সাবেক ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ৫। শেখ রেহানা (৬৫), পিতা মৃত-শেখ মুজিবুর রহমান,৬। পরস্পরহাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৭। হাসানুল হক (ইনু) সভাপতি, যোগসাজসে জাসদ ৮। আবদুল্লাহ আল মামুন (৫৭), সাবেক পুলিশ মহা-পরিদর্শক অপরাধ মূলক ৯। হারুন অর রশিদ (৫০), সাবেক ডিবি প্রধান, ঢাকা ১০। রাশেদ খান ষড়যন্ত্রে লিপ্ত মেনন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ১১। মোঃ সাদ্দাম হোসেন, হইয়া হত্যা করা, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ১২। সজীব ওয়াজেদ জয় (৫৩), পিতা হুকুম প্রদান সহ এম.এ ওয়াজেদ মিয়া মাতা শেখ হাসিনা ১৩। সাইফুল ইসলাম সাবেক সহায়তা করার এমপি, ঢাকা-১৯, সাধারণ সম্পাদক আশুলিয়া থানা, আওয়ামীলীগ অপরাধ। ১৪। শাহাবুদ্দিন মাদবর, পিতা মৃত-ওহাব মাদবর, সাং-টঙ্গীবাড়ী, উপজেলা/থানা-সভাপতি,আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ১৫। জাহিদ হাসান শাকিল, যুবলীগ নেতা আশুলিয়া ধানা ও ভুয়া সাংবাদিক পিতা হাজী আব্দুর রশিদ সাং-বাইপাইল আশুলিয়া ঢাকা ১৬। আশাব উদ্দিন মাদবর, পিতা মৃত-ওহাব মাতবর, সাং-টংগীবাড়ী আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ১৭। কবির হোসেন সরকার, পিতা অজ্ঞাত, আহবায়ক, আশুলিয়া যানা যুবলীগ ১৮। ফরহাদ হোসেন, সদস্য আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ পিতা মজিবুর রহমান, সাং- গৌরিপুর, থানা-আশুলিয়া, ঢাকা ১৯। সুমন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান আশুলিয়া থানা আওয়ামীলীগ ২০। সোহান মাতবর, সাধারন সম্পাদক প্রার্থী পিতা মোঃ শাহাবুদ্দিন মাদবর, আশুলিয়া থানা যুবলীগ সাং-টংগাবাড়ী, থানা-আশুলিয়া, ঢাকা ২১। ফারুক হাসান তুহিন কুলু সভাপতি, আশুলিয়া থানা আওয়ামীলীগ, সাং-তৈয়বপুর, আশুলিয়া, ঢাকা ২২। ফাহাদ সিকদার, সহ-প্রচার সম্পাদক, আশুলিয়া থানা যুবলীগ সাং-দক্ষিন আউকপাড়া, থানা- আশুলিয়া, ঢাকা ২৩। সজীব সরকার, যুগ্ম সাধারন সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন কৃষকলীগ, পিতা সুনলী সরকার, সাং- আউকপাড়া, থানা-আশুলিয়া, ঢাকা ২৪। জাহিদ ভুইয়া, পিতা জামাল ভুইয়া, যুগ্ম সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ড, সাং-ঘোষবাগ, থানা- আশুলিয়া, ঢাকা, ২৫। সাইফ ভুইয়া, পিতা অজ্ঞাত, যুগ্ম সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ড, সাং-ঘোষবাগ, থানা-আশুলিয়া, ঢাকা, ২৬। আলমাছ উদ্দিন, সদস্য, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, সাং- চারাবাগ দক্ষিনপাড়া আশুলিয়া, থানা-আশুলিয়া, ঢাকা ২৭। লুৎফর হোসেন, সদস্য আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, সাং-ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ অফিস, থানা-আশুলিয়া, ঢাকা ২৮। খোকন মিয়া, আওয়ামীলীগ সদস্য, সাভার ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা অজিজুল্লাহ সাং-গৌরীপুর, থানা-আশুলিয়া, ঢাকা ২৯। আশিক, পিতা মৃত-রমজান আলী মাতবর, সাং-রাজাঘাট, সাভার, ঢাকা সাভার উপজেলা যুবলীগের সদস্য ৩০। মোঃ রিয়াদ পিতা রুস্তম আলী, সাং-১নং কলমা সাভার, সাভার থানা ছাত্রলীগের সদস্য ৩১। নাজিম উদ্দিন নাজু, পিতা ইউছুফ আলী, সাং-মোগরাকান্দা, আশুলয়া, যুগ্ম সাধারন সম্পাদক ৭নং ওয়ার্ড ডার্কুতা ইউনিয়ন আওয়ামীলীগ ৩২। সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), পিতা অজ্ঞাত, সাং-জামগড়া ভুইয়াপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৩৩। আনোয়ার হোসেন, পিতা দেলোয়ার কন্টাক্টর সাং-ডেন্ডাব আশুলিয়া, আশুলিয়া থানা যুবলীগ ৩৪। ফরহাদ হোসেন ইটালিয়ান, পিতা অজ্ঞাত, সাং-কবিরপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা আশুলিয়া থানা যুবলীগ ৩৫। মোঃ জুলহাস মুন্সী, পিতা অজ্ঞাত, সাং- বাইদগাও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা আশুলিয়া থানা যুবলীগ নেতা ৩৬। পারভেজ আলম, পিতা কদুছ বেপারী, সাং-কলতাসূতী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা আশুলিয়া থানা যুবলীগের সহ প্রচার সসম্পাদক, ৩৭। আসাদুজ্জামান আসাদ মুন্সি, পিতা আফসারুদ্দিনর(আফছু) মুন্সি, সাং-বাইদগাও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। সুমন মির্ধা, পিতা শফি মির্ধা, সাং- বাইড়পাড়া, থানা-আশুলিয়া, জেলা-চাকা, সভাপতি ছাত্রলীগ শিমুলিয়া ইউনিয়ন ৩৯। সজিব শিকদার, পিতা আলী হোসেন শিকদার, সাং-বারইপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, আশুলিয়া ধানা যুবলীগ নেতা, ৪০। মোঃ মনসুর আলী খান, পিতা অজ্ঞাত, সাং- কলমা বাজার, সাভার, ঢাকা ৪১। রবিউল ইসলাম পারভেজ, পিতা মৃত-উসমান গণী, সাং-১নং কলামা, ধানা-সাভার, জেলা-ঢাকা ৪২। রহমত আলী বেপারী পিতা মৃত-শহিদুল্লাহ বেপারী, সাং-মোগড়াকান্দা ডার্কুতা, থানা-সাভার, জেলা-ঢাকা, যুগ্ম সাধারন সম্পাদক, ভার্চুতা ইউনিয়ন আওয়ামীলীগ ৪৩। মোঃ মাসুদ রানা, সদস্য আশুলিয়া থানা ছাত্রলীগ, পিতা মোতালেব চৌধুরী, সাংঃ-চানগাও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৪৪। মোঃ সবুর উদ্দিন (৩১), সদস্য আশুলিয়া ইউনিয়ন যুবলীগ পিতা মৃত-আফসার মুন্সী, সাং-বাসাইদ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৪৫। মোঃ জসিম (৩৫), সদস্য আশুলিয়া ইউনিয়ন যুবলীগ, পিতা মৃত-আফসার মুন্সী, সাং-বাসাইদ, থানা-আশুলিয়া, জেলা-চাকা ৪৬। মোঃ ইয়ামিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, পিতা মৃত-ইসহাক, সাং-চারাবাগ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৪৭। হাসান উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, পিতা মৃত-চান মিয়া মুন্সী, সাং- গৌরীপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৪৮। আজম মাদবর, পিতা জিন্নাহ মাদবর, সভাপতি, ৭নং ওয়ার্ড যুবলীগ সাং-চানগাঁও, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা ৪৯। রাজিব মাদববর, পিতা মৃত-রশিদ মাদবর, ইউনিয়ন যুবলীগ নেতা, সাং-টঙ্গীবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫০। রাইডী দেওয়ান, যুবলীগ নেতা পিতা মৃত-রজব দেওয়ান, সাং-কাঠগড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫১। শফিক যুবলীগ নেতা পিতা শের আলী, সাং-গৌরীপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫২। আনোয়ার, আশুলিয়া যুবলীগ নেতা, পিতা আমানুল্লাহ, সাং-কুমকুমারী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫৩। মোঃ শরিফুল ইসলাম, পিতা মোঃ আফসার আলী সরকার, সাং-কুমকুমারী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫৪। আলামিন মাদবর (৩৭), পিতা আলী মাদবর, সাং-টঙ্গাবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫৫। মোঃ আসাদ আলী, আশুলিয়া থানা আওয়ামীলীগ নেতা পিতা মৃত-আব্দুর রহিম উদ্দিন, সাং-বাসাইদ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫৭। সুরত আলী, পিতা সত্য কেরালিয়া সভাপতি, ৪নং ওয়ার্ড টোকাইলীগ, সাং- চারাবাগ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫৮। জয়নাল মাস্টার, পিতা মৃত-রহমত আলী, সাং-খেজুরবাগান, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫৯। মোঃ খান সাইদুর রহমান (স্বপন), আশুলিয়া থানা আওয়ামীলীগ নেতা, পিতা মোঃ খান মতিউর রহমান, চাং-চারাবাগ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৬০। নসির উদ্দিন প্রফেসার, পিতা মৃত-জাফর আলী মাতবর, সাং-চানগাও সুজাবাদ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৬১। মোঃ সোহেল রানা ওরফে টুপি সোহেল, সাভার থানার শ্রমিক লীগের সহ-সাধারন সম্পাদক, পিতা মৃত-ওমর আলী, সাং-১নং কলমা থানা- সাভার, জেলা-ঢাকা, ৬২। মোঃ এনামুল প্রামানিক, সাভার থানা যুবলীগের সদস্য, পিতা মৃত-আবুল প্রামানিক, সাং-১নং কলমা, থানা- সাভার, জেলা-ঢাকা ৬৩। নৌকা মনির, সাভার থানা আওয়ামীলীগের নেতা, পিতা সোনা মিয়া, সাং-কোন্ডা কোটাপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকা ৬৪। মোঃ আহাদ, সাভার থানা আওয়ামীলীগের নেতা, পিতা জয়নাল সাং-কোন্ডা কোটাপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকা ৬৫। মদিন মেম্বার, পিতা মোহাম্মদ আলী, সাং-কোন্ডা দাসপাড়া, খানা-সাভার, জেলা-ঢাকা ৬৬। জাহাঙ্গীর আলম (৩৮),পিতা মৃত- আব্দুল হালিম,সাং-পশ্চিম সুত্রাপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা, বর্তমান পলাশবাড়ী,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা ৬৭। অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৬ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।