| শনিবার, ৩০ জুলাই ২০২২ | প্রিন্ট | 115 বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: হাত ঘড়িটি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের। আর সেই ঘড়িটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে বিক্রি হলো ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলারে)।
হুবার টাইমপিসের ঘড়িটি কিনে নিয়েছেন একজন অজ্ঞাত ব্যক্তি। ঘড়িতে নাৎসি নেতার নামের আদ্যাক্ষর এএইচ খোদাই করা আছে।
যদিও ম্যারিল্যান্ডের আলেকজান্ডার ঐতিহাসিক নিলাম কেন্দ্রে এটি বিক্রির আগে নিলামের বিষয়ে ইহুদি নেতারা নিন্দা জানিয়েছিলেন।
Posted ১০:০০ এএম | শনিবার, ৩০ জুলাই ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।