মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্ক স্টেট বিএনপির পদযাত্রায় নির্দলীয়-নিরপেক্ষ সরকার দাবি

  |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   15 বার পঠিত

নিউইয়র্ক স্টেট বিএনপির পদযাত্রায় নির্দলীয়-নিরপেক্ষ সরকার দাবি

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিএনপির ১০ দফার সমর্থনে ১১ ফেব্রয়ারি শনিবার নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবদল, শ্রমিক দল, জাসাসের নেতা-কর্মীরাও ছিলেন। এ সময় স্লোগান উঠে ক্ষমতাসীন সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে। মামলা-হামলায় কখনো আন্দোলন দমন করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা।

সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহবায়ক মৌলানা অলিউল্লাহ আতিকুর রহমান। সঞ্চালনা করেন সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ এবং যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল আহমেদ জনি।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা মাশৃাল মুরনাদ, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও নিউইয়র্ক স্টেট বিএনপির অন্যতম সদস্য জসিম উদ্দিন ভিপি, যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাওসার, মো আশরাফ হোসেন, মো আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক সাংবাদিক আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মো রইচ উদ্দিন, আবদুল কাইয়ুম, জিয়াউর রহমান মিলন, আলমগীর হোসেন, রুবেল হাসান, শ্রমিকদলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলম, সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোহাম্মদ আনোয়ারুল হোসেন শাহীন, ষ্টেট শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবীর, যুবদলের নেতা মনির হোসেন। পদযাত্রায় গগনবিদারি স্লোগানে নেতৃত্ব দেন যুবদলের মীর মিজান। সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, বিএনপির বাংলাদেশের কর্মসূচির সাথে সঙ্গতি রেখে পরবর্তী প্রতিটি কর্মসূচি নিউইয়র্কে পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে সরব থাকতে হবে।

Facebook Comments Box

Posted ২:০৭ এএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।