শনিবার ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট

শেখ হাসিনা চার জনকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে গেছে বলে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নাজমুল বলেন, ‘চার জনকে নেত্রী দায়িত্ব দিয়েছিল পার্টির খোঁজখবর রাখার, পরবর্তীতে তারা হয়ে গেল চার খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, ক‍্যাপ্টেন মনসুর আলী) সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করল। এবং সকল প্রকার অন‍্যায়ের সঙ্গে জড়িত হলো।

সেই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩/এ তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ‍্য দিয়ে দিয়ে পার্টির মালিক সেজেছিল। অথচ তারা তাদের নির্বাচনি আসনটিতেই সামাল দিতে পারেনি। সেসময় ছাত্রলীগের সাবেক নেতারা ৩/এ বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল তা না হলে পাছার চামড়া একটারও থাকতো না।’

নাজমুল লেখেন, ‘আমাদের সাবেক নেতাদের বলে গেল নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেল অথচ একবারের জন‍্যও খবরও নিল না বল্লোও না যে তোমরা চলে যাও। তার পরদিন তো সব শেষ।

এই ছিল অবস্থা মুখ খুললে কিন্তু ল‍্যাংটা হয়ে যাবে একেকটা সুতরাং এতো ভাব চক্ষুগরম দেখায়েন না। কার বউ পোলাপান কোন দেশে কতো বছর যাবত কিভাবে রাজকীয় ভাবে থাকে কোনো কিছুই অজানা নেই শুধু কর্মীরা জানে না।

Facebook Comments Box

Posted ৪:৫০ এএম | শুক্রবার, ২১ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(176 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।