| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 40 বার পঠিত
ভারতীয়দের একের পর এক গর্বের সাগরে ভাসাচ্ছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক সব ক্ষেত্রেই যেন দিয়ে চলেছেন তার পদচিহ্ন। সবশেষ আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার মঞ্চে তাকে দেখা গিয়েছিল। এবার তাকে দেখা যাবে সিনেমা জগতের আন্তর্জাতিক পুরস্কার প্রদানের শ্রেষ্ঠ অস্কার মঞ্চে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় এ বছর একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন দীপিকা।
আগামী ১২ মার্চ ঘোষণা করা হবে ৯৫তম একাডেমি পুরস্কার। মনোনীত সিনেমা এবং সিনেমার কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে রয়েছেন রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন, বলিউড তারকা দীপিকাসহ আরো বেশ কয়েকজন।
ইতোমধ্যে সামাজিকমাধ্যমে সেই তালিকা শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। এরপরই শুভেচ্ছাবার্তার বন্যা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ ও অনুসারীরা। বাদ যাননি দীপিকার স্বামী রণবীর সিংও।
ভারতীয় হিসেবে দীপিকা এই প্রথম নন, ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য বেশ কিছু রোমাঞ্চ অপেক্ষা করছে।
এবার অস্কার জেতার দৌড়ে ভারতের তিনটি সিনেমা মনোনয়ন পেয়েছে। আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ দৌড়াচ্ছে সেরা মৌলিক গানের প্রতিযোগিতায়। পাশাপাশি শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য লড়াই করছে।
Posted ২:২৮ পিএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।