| সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ’পাঠান’। অন্য ছবির মতো এই ছবির প্রোমোশন করেননি শাহরুখ খান। চেয়েছিলেন ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে। লোকমুখে এই ছবির প্রচারের উপর গুরুত্ব দিয়েছেন তিনি। ভক্তরাও কিন্তু তাকে নিরাশ করেনি। ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পাঠান। ভক্তদের ধন্যবাদ জানাতে রবিবার সন্ধ্যায় মন্নতের ছাদে উঠলেন শাহরুখ। একবার তাকে দেখার আশায় অনেকেই দাড়িয়ে থাকেন বাড়ির সামনে। সবার সামনে এসে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। তাকে দেখে সঙ্গে সঙ্গে উচ্ছাসে ফেটে পড়েন ভক্তরা।
শাহরুখও সেই চিরচেনা নায়কোচিত ভঙ্গিতে হাত নাড়ালেন। এভাবেই ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।
শাহরুখ অনুরাগীদের সঙ্গে কাটানো সেই অসাধানণ মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। পাশাপাশি তিনি লিখেছেন, ‘ধন্যবাদ একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।’
ভারতে মুক্তির পাঁচদিন আগে অর্থাৎ ২০ জানুয়ারি শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার অগ্রীম বুকিং।এদিকে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর বিক্রি হচ্ছে ’পাঠান’ সিনেমার টিকিট।
Posted ৭:৪১ এএম | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।