বুধবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালেন বাইডেন

  |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্র সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। নরেন্দ্রমোদি সেই আমন্ত্রণ ‘নীতিগতভাবে’ গ্রহণ করেছেন। ওয়াশিংটন থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই আজ বুধবার তা নিশ্চিত করেছেন।

বিভিন্ন সূত্রের বরাতে এই খবর জানিয়ে পিটিআই বলেছে, সফরকে কেন্দ্র করে দুই দেশের সরকারি কর্তারা আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। সফরের সম্ভাব্য তারিখ ঠিক করার জন্য দু’দেশের কর্তাদের কথাবার্তা চলছে। আগামী জুন-জুলাইকে সফরের সময় হিসেবে উপযুক্ত মনে করা হচ্ছে। ওই সময় সফরের দিন চূড়ান্ত করার চেষ্টা চলছে।

জুন-জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রীর ব্যস্ততা কম থাকবে। চলতি মাসে ভোট শেষ হবে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে। মে মাসে দক্ষিনি রাজ্য কর্ণাটক বিধানসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মে-জুন নাগাদ জম্মু-কাশ্মীরেও ভোট শেষ করে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। এসব ভোটাভুটি মিটে গেলে জুন-জুলাইয়ের সফরের দিন ঠিক করা হবে বলে বিভিন্ন সূত্রের খবর। সময়টা এমনভাবে ঠিক করার চেষ্টা চলছে, যাতে সেপ্টেম্বরের জি-২০ শীর্ষ সম্মেলনের আগে সফর শেষ করা যায়। সেপ্টেম্বরের পর প্রধানমন্ত্রী আবার ব্যস্ত হয়ে পড়বেন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের ভোট নিয়ে। কাজেই জুন-জুলাই মাসই হবে উপযুক্ত সময়।

জি-২০ উপলক্ষে পুরো বছর ধরেই ভারতে নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শীর্ষ সম্মেলনে অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনও উপস্থিত থাকবেন। তার আগে প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফর তাৎপর্যপূর্ণ হবে বলে সবাই মনে করছে। জুন-জুলাইয়ে সফরের তারিখ এমনভাবে ঠিক করার কথা হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র সংসদের উভয় কক্ষেরই অধিবেশন চলবে। চেষ্টা করা হচ্ছে যাতে সংসদের যৌথ অধিবেশনে মোদি ভাষণ দিতে পারেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই মুহূর্তে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

২০২১ সালে জো বাইডেন ক্ষমতাসীন হওয়ার বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার জোট ‘কোয়াড’ এর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়েও বৈঠক করেছিলেন।

Facebook Comments Box

Posted ১:৪১ পিএম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।