মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তরুণী হয়ে গেলেন শাহরুখ, কে আসল কে নকল?

  |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

তরুণী হয়ে গেলেন শাহরুখ, কে আসল কে নকল?

দেশ জুড়ে এখনও চলছে ‘পাঠান’ ঝড়। যশরাজ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। তাঁর ‘পাঠান’ বক্স অফিসে নজির গড়েছে। ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। ‘পাঠান’-এ তাঁর অ্যাকশন দেখতে দলে দলে হলে যাচ্ছেন অনুরাগীরা। মুক্তির পর প্রথম কয়েক দিনেই বিপুল টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। সমাজমাধ্যম খুললেই পাঠানের গানের তালে নাচতে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের। পিছিয়ে নেই রূপটান শিল্পীরাও।

সম্প্রতি কানাডাবাসী রূপটান শিল্পী দীক্ষিতা জিন্দাল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। যা দেখে চক্ষু চড়কগাছ তাঁর অনুরাগীদের। ভিডিয়োতে তিনি নিমেষেই বদলে ফেললেন নিজের ভোল। দীক্ষিতা সাজলেন পাঠান!

ভিডিয়োর শুরুতে ঝুমে জো পাঠান গানের তালে মেক আপ শুরু করলেন দীক্ষিতা। কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিয়োয় দেখা গেল শাহরুখ খানের ঝলক। এতটাই ভাল মেক আপ করেছেন দীক্ষিতা যে অনুরাগীরা ভাবতে বাধ্য হয়েছেন শাহরুখ স্বয়ং বোধহয় এসে গিয়েছেন সেই ভিডিয়োতে। এই ভিডিয়ো ইতিমধ্যেই ৫৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। অনেক নেটাগরিকরা দীক্ষিতার এই ভোলবদল দেখে আপ্লুত! কেউ কেউ লিখেছেন দীক্ষিতার সাজ এতই নিখুঁত হয়েছে যে, তাঁরা আসল ও নকলের মধ্যে ফারাক করতে পারছেন না।

ভারতে অবশ্য ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছিল। বয়কটকারীদের মূল আপত্তি ছিল এই ছবির একটি গান নিয়ে। তবে এই ছবি মুক্তির পর শাহরুখের অনুরাগীরা এই ছবিকে যা ভালবাসা দিয়েছেন, তা সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে, সে বিষয় কোনও সন্দেহ নেই।

Facebook Comments Box

Posted ২:৩৬ এএম | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।