| বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
ভারতে শুরু হতে যাওয়া উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ’মেন্টর’ হিসেবে দেখা যাবে টেনিস তারকা সানিয়া মির্জাকে।
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কয়েকদিন আগেই বিদায় বলেছেন ’গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে’। আগামী মাসে দুবাইয়ে একটি টুর্নামেন্ট খেলে বিদায় বলে দিবেন টেনিসকে।
এবারই প্রথম হতে যাচ্ছে আইপিএলের মেয়েগের সংস্করণ উইমেন্স প্রিমিয়ার লিগ। গত পরশু হওয়া নিলামে স্মৃতি মান্দানা, এলিসা পেরি, রিচা ঘোষের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নিলামে প্রথমেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে কিনেছে বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নিলামের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হয়েছেন স্মৃতিই।
’মেন্টর’ হিসেবে কাজ করার প্রসংগে সানিয়া মির্জা বলেন, ‘কিছুটা আশ্চর্য হয়েছিলাম মেন্টরের ভূমিকাতে কাজ করার প্রস্তাব পাওয়ায়, কিন্তু আমি বেশ রোমাঞ্চিত। খেলাধুলা যে মেয়েদের ক্যারিয়ারে প্রথম পছন্দ হতে পারে, সেই বিশ্বাসটা আমি মেয়েদের মধ্যে তৈরি করতে চাই। পরবর্তী প্রজন্মকে আমি এই বিশ্বাসটা দিতে চাই, যতই বাধা আসুক না কেন, তোমার লক্ষ্য তুমি অর্জন করতে পারবে।’
’রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনো তাদের পুরো কোচিং প্যানেলের নাম প্রকাশ করেনি। তবে ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করবেন মাইক হেসন। আইপিএলে তাদের প্রথম ম্যাচ ৫ মার্চ, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
Posted ১১:৪০ এএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।