রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

  |   রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   11 বার পঠিত

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে মৃতের সংখ্যা ১০ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা আরো বাড়তেও পারে। আজ রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে জেলার বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ গ্রামের একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের আঘাত এতটাই প্রবল ছিল যে ওই সময় কারখানায় কর্মরত শ্রমিকদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আশপাশে। যে বাড়িতে বাজি তৈরি হতো, সেই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে ছাদ। বাড়ির কংক্রিটের পিলারও ভেঙে পড়েছে।

তার নিচে অনেকেই আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের একাংশের দাবি, মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। আশপাশেও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহাংশ। কোথাও গাছের ডালে, আবার কোথাও টালির চালে মৃতদের দেহাংশ ঝুলতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দার দাবি, বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা ১০ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁর।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এই ঘটনায় এখন পর্যন্ত আটজন মারা গেছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:৫৯ এএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।