বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইসরায়েলের পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

  |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ইসরায়েলের পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে এবার গাজা উপত্যকায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের বিমান হামলায় ১৯৮ জন নিহত ও ১ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

এর আগে ইসরায়েল বলেছিল, হামাসের অকস্মাৎ আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছে তারা।

আজ শনিবার (৭ অক্টোবর) সকালে গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস। এ আক্রমণে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে বলে জানিয়েছে হামাস।

ম্যাগেন ডেভিড অ্যাডম ইমারজেন্সি সার্ভিসের বরাত দিয়ে টাইমস অভ ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

হামাসের হামলার কয়েক ঘণ্টা পর পর ইসরায়েলের জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে আছি। আমরা জিতব। শত্রুদের এজন্য এমন মূল্য চুকাতে হবে, যা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে ইসরায়েলের যুদ্ধবিমান ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াফা।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:২৭ পিএম | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।