বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলের হামলা শুরু

  |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   9 বার পঠিত

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলের হামলা শুরু

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। তবে দুই পক্ষ সময়সীমা বৃদ্ধিতে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি। আর এতে করে গাজা উপত্যকায় ফের শুরু হয়েছে হামলা।

গাজা শহর এবং এর উত্তরাঞ্চলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বর্তমানে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরের কাছেও ইসরায়েলি ট্যাঙ্কগুলি গোলাবর্ষণ করছে।

অন্যদিকে তেল আবিবের পক্ষ থেকেও ফের হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চালানো হচ্ছে স্থল ও বিমানপথে হামলা।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করেছে। কেননা তাদের দাবি অনুযায়ী, হামাস ইসরায়েলের ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। 
এদিকে গতকাল বুধবার ১৬ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্তি দিয়েছিল হামাস। আর গতকাল (বৃহস্পতিবার) সকালে ইসরায়েলি কারাগার থেকে ৩০ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছিল।
চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনকে চুক্তির আওতায় মুক্তি দিয়েছে হামাস। আর যে চার জন থাই ও দুই জন রাশিয়ান-ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে, সেটি চুক্তির অংশ হিসেবে নয়।

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর থেকে সম্প্রতি তৃতীয়বারের মতো তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন। ধারণা করা হচ্ছে যে, দখলকৃত পশ্চিম তীরেও তিনি সফর করবেন।

গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ জন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:০৯ এএম | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।