বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফিলিস্তিনি কারাবন্দিদের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   9 বার পঠিত

ফিলিস্তিনি কারাবন্দিদের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। দেশটির গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা থেকে পানি ও বিদ্যুৎ বন্ধ রয়েছে।

এর আগে শনিবার ইসরাইল সব ফিলিস্তিনিদের নিজ নিজ সেলে বন্দি করে আবদ্ধ ও লকডাউনে রাখার ঘোষণা দেয়। এবার শাস্তির মাত্রা বাড়িয়ে পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো।

প্রসঙ্গত, হামাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের শাস্তি দিচ্ছে ইসরাইল। দেশটির কারাগারে প্রায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি আটক রয়েছে। এর মধ্যে ১৭০ জন শিশু এবং ৩৬ জন নারীও রয়েছে।

এদিকে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ২৬৫০ জন। এর মধ্যে ফিলিস্তিনি ১৩৫০ এবং ইসরাইলি রয়েছে ১৩০০ জন।

Facebook Comments Box

Posted ১২:৩৯ পিএম | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।