সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সূর্যের চোখধাঁধানো ছবি: সৌর রহস্য উন্মোচনে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   200 বার পঠিত

সূর্যের চোখধাঁধানো ছবি: সৌর রহস্য উন্মোচনে নতুন দিগন্ত

সোলার অরবিটার মিশন সূর্য পৃষ্ঠের সবচেয়ে বিস্তারিত ছবি প্রকাশ করেছে। এই ছবিগুলো সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং বাইরের বায়ুমণ্ডল সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করেছে। যা সৌর রহস্য উন্মোচনে নতুন দিগন্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবিগুলো তোলা হয়েছে ২০২৩ সালের ২২ মার্চ। তাতে সূর্য পৃষ্ঠে থাকা সানস্পট স্পষ্টভাবে দেখা গেছে। 

ছবিগুলো তুলতে সোলার অরবিটার তার ছয়টি ইমেজিং যন্ত্রের মধ্যে দুটি যন্ত্র ব্যবহার করেছে। যার মধ্যে রয়েছে এক্সট্রিম আলট্রাভায়োলেট ইমেজার এবং পোলারিমেট্রিক অ্যান্ড হেলিওসিসমিক ইমেজার। এসব যন্ত্র ব্যবহার করে ৪৬ মিলিয়ন মাইল দূর থেকে ছবিগুলো তোলা হয়েছে।

সোলার অরবিটার একটি যৌথ মিশন, যা ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং নাসার উদ্যোগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি সূর্যকে ২৬ মিলিয়ন মাইল দূরত্বে প্রদক্ষিণ করে। সোলার অরবিটার এবং নাসার পার্কার সোলার প্রোব মিশন সূর্যের বেশ কিছু রহস্য উন্মোচনে সাহায্য করেছে। যেমন- সৌর বাতাসের উৎস ও কেন সৌর করোনা সূর্যের পৃষ্ঠের তুলনায় অনেক বেশি গরম।

পার্কার সোলার প্রোব ডিসেম্বরে সূর্যের খুব কাছে পৌঁছাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তবে সোলার অরবিটার সূর্য পৃষ্ঠের সবচেয়ে কাছ থেকে ছবি তোলার কাজ করছে। 

সোলার অরবিটার এমন একটি সূর্য পৃষ্ঠের ছবি তুলেছে যেখানে সূর্যের ফটোস্ফিয়ারের তাপমাত্রা ৪,৫০০ থেকে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। এটি সূর্যকলঙ্ক বা সানস্পট দ্বারা চিহ্নিত, যা তুলনামূলক শীতল এবং অন্ধকার অঞ্চল। এই সানস্পটগুলো সূর্যের অভ্যন্তরীণ তাপের পরিবহন ব্যাহত করে। অনেক সানস্পটের আকার পৃথিবীর চেয়েও বড়। 

এই ছবিগুলো তৈরি করতে সৌর অরবিটার প্রতি ক্যাপচারের পর ঘুরে ২৫টি পৃথক ছবি তোলার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সূর্য চিত্র নির্মাণ করেছে।  

সৌর পর্যবেক্ষণে এটাই সর্বোচ্চ সফলতার একটি অধ্যায়। এর মাধ্যমে বিজ্ঞানীরা সৌর কার্যকালাপ এবং তার প্রভাব সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন। 

Facebook Comments Box

Posted ৩:১৩ এএম | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।