| বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
কানাডার টরেন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজতের ছেলে নিবিড় কুমার দে আহত হয়েছেন। বর্তমানে তিনি ইটুবিকু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
কুমার বিশ্বজিতের পারিবারিক সূত্রে জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনায় আহত নিবিড়ের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে। আরও দুটি অস্ত্রোপচার করতে হবে। পরের দুটি অস্ত্রোপচারের ব্যাপারে এখনো কোনো স্বিদ্ধান্ত নেয়া হয়নি। নিবিড় কুমারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা যায়।
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় অন্টারিও প্রদেশের ডান্ডাস স্ট্রিট পশ্চিম হাইওয়েতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিবিড়ের সঙ্গে থাকা বাকি তিনজন নিহত হয়েছেন।
এক টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী নিবিড় গুরুতর আহত অবস্থায় হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ছেলের দুর্ঘটনার খবর শুনে গতকাল দিবাগত রাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চড়ে কুমার বিশ্বজিৎ ও তাঁর স্ত্রী নাঈমা সুলতানা কানাডার উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
Posted ৭:৪২ এএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।