| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 92 বার পঠিত
পশ্চিমবঙ্গের কলকাতায় ফের বিপুল অর্থের খোঁজ মিলল। মিলল স্বর্ণও।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) উপদেষ্টা কমিটির সাবেক চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল অর্থ সম্পত্তির সন্ধ্যান মেলে।
বুধবার কলকাতার সার্ভে পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে হানা দেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা। তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দেড় কিলোগ্রাম ওজনের স্বর্ণের পাশাপাশি ৫০ লাখ রুপি উদ্ধার হয়। প্রায় দেড় হাজার চাকরি প্রার্থীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও পাওয়া গেছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত কারাগারে রয়েছে শান্তিপ্রসাদ সিনহা।
তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে, সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ সিনহা বেনামে ফ্ল্যাট কিনে রেখেছিলেন। সেখানেই লুকিয়ে রাখা ছিল রুপি, স্বর্ণ ও নথি। এ নিয়ে নতুন করে শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। এই বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ ও চাকরি প্রার্থীর নথি কোথা থেকে এলো, তাই এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।
এসএসসি সংক্রান্ত মামলাটি এখন চলছে কলকাতা হাইকোর্টে। শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, স্কুলের বেআইনি নিয়োগে বেশিরভাগ ক্ষেত্রে শান্তি প্রসাদ সিনহার নির্দেশে কাজ হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা চ্যাটার্জির টালিগঞ্জের অভিজাত ফ্লাট থেকে উদ্ধার হয় প্রায় ২০ কোটি রুপি। ওই ঘটনার ছয় দিন পর ২৮ জুলাই বেলঘরিয়ার অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লাখ রুপি। এরপর থেকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রুপি উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে।
Posted ১১:৩৮ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।