| বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 102 বার পঠিত
নিউইয়র্কে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে প্রবাসীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং কমিউনিটির একাধিক সংগঠন একুশ পালনের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারের একুশ উদযাপন উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রায় ৬শ লোকের আসন বিশিষ্ট এ সেন্টারে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে।
অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিভিন্ন বিশ্বিবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে প্রবাসে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। কোভিড-‘১৯ এর কারণে তিন বছর পর তাদের এই কর্মসূচি শুরু হয়েছে গত ১২ ফেব্রুয়ারি রোববার স্কুল পর্যায়ে শিশু-কিশোরদের ছবি আঁকা, লিখন, আবৃত্তি ও অনুবাদের মধ্য দিয়ে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া একই দিন জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। প্রতিবারের মত জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশকে এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ গত ৩২ বছর ধরে ভাষা শহীদদের স্মরণে জাতিসংঘের সামনে মহান একুশ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবেন প্রবাসীরা। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী জানিয়েছেন, নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদ্যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এজন্য বিএএসজের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বিএনপি অব নিউজার্সি স্টেট সাউথ, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করবে। এছাড়া মহান একুশে উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক আটলান্টিক সিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টায় ভার্জিনিয়ার আরলিংটনের কেনমোর মিডল স্কুলে দিবসটি পালন করা হবে। ওয়াশিংটন ডিসি, মারিল্যান্ড ও ভার্জিনিয়ার সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত ডিসি একুশে এলায়েন্সের আয়োজনে দিবসটি পালন করা হবে।
বৃহত্তর ওয়াশিংটন ডিসিস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্ক (ডুয়াফি) এবারের অনুষ্ঠানের আয়োজক সংগঠন হিসাবে কাজ করছে। অমর একুশে পালনে এবারের স্লোগান ‘ফিরে যাই আহত বর্ণমালায়!’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ডিসি, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, আমারা বাঙালি ফাউন্ডেশন, ধ্রুপদ, বাইটপো, বাগডিসিসহ ২৫টি সংগঠন একুশে এলায়েন্সের আয়োজনে এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।
Posted ১১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।