রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মেট্রোতে চড়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   21 বার পঠিত

মেট্রোতে চড়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে

কনে চড়বে পালকিতে—এককালে এমন প্রথা ছিল। দিনবদলের জেরে এখন গাড়ি ব্যবহারের চল এসেছে। তবে বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে কনে ও তাঁর পরিবার মেট্রোরেলে চড়ছেন, এমনটা হয়তো শোনা যায় না। তবে ভারতের বেঙ্গালুরু শহরে কিন্তু এমন ঘটনাই ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও ১৬ জানুয়ারি এক্সে (সাবেক টুইটার) ‘ফরএভার বেঙ্গালুরু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তাতে দেখা গেছে, বিয়ের পোশাক পরে পরিবার নিয়ে মেট্রোস্টেশনে পৌঁছান ওই কনে। পরে ট্রেনে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা শুরু করেন তিনি। এমন সময় তাঁকে বেশ হাসিখুশি দেখা যায়। আঙুল দিয়ে বিজয়সূচক চিহ্নও দেখাচ্ছিলেন। আর আশপাশের সবাই অবাক চোখে তাকিয়ে ছিলেন তাঁদের দিকে।

ওই ভিডিওতে বলা হয়েছে, আসলে বেঙ্গালুরু শহরে সেদিন তীব্র যানজট ছিল। এতে গাড়িতে করে বিয়েতে যোগ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল কনের পরিবারের জন্য। শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে দিয়ে মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বুদ্ধির জেরেই সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন তাঁরা।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেটিতে মজার মজার মন্তব্য করছেন অনেকে। ওই কনে এখন ইন্টারনেটে খ্যাতি পেয়েছেন ‘স্মার্ট কনে’ পরিচয়ে। অনেকে আবার শহরের নড়বড়ে যান চলাচল ব্যবস্থার তুমুল সমালোচনা করেছেন।

যেমন ভিডিওতে একজন মন্তব্য করে বলেছেন, ‘আসলে বেঙ্গালুরু শহরে যানজটের যে অবস্থা, তাতে বর ও কনেকে এক দিন আগেই বিয়ের অনুষ্ঠানস্থলে গিয়ে উপস্থিত থাকতে হবে।’ আরেকজন লিখেছেন, ‘যানজটের কারণে মেট্রোগুলো কাজে লাগছে। এমন পরিস্থিতি তৈরির জন্য রাজনীতিকদের অভিবাদন জানানো উচিত।’

এ ঘটনা নিয়ে একজন আবার মজা করে বলেছেন, ‘যানজটের কারণে আমি অফিসে ঠিক সময়ে পৌঁছাতে পারি না। এখন আমার ঊর্ধ্বতন এক কর্মকর্তার চোখে পড়েছে কনের ভিডিওটি। ফলে তিনি আমাকে প্রতিদিন মেট্রোতে করে অফিস যেতে বলছেন।’

Facebook Comments Box

Posted ১২:২৫ পিএম | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।