রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভালোবাসা দিবসে একসঙ্গে বিয়ে করলেন ১২০০ যুগল

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ভালোবাসা দিবসে একসঙ্গে বিয়ে করলেন ১২০০ যুগল

ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করতে কত কিছুই না করে মানুষ। অনেকে প্রিয়জনকে চিরসঙ্গী করে নেওয়ার জন্য এই দিনকে বেছে নেন। মেক্সিকোতে এবার ভ্যালেনটাইনস ডেতে গণবিয়ের আয়োজন করা হয়। গতকাল বুধবার রাজধানী মেক্সিকো সিটির নেচাওকিয়োটো শহরতলিতে ব্যতিক্রমী এ আয়োজনে প্রায় ১ হাজার ২০০ যুগল তাঁদের সঙ্গীকে বিয়ে করেছেন।

এই শহরে প্রতিবছরই ভালোবাসা দিবসে গণবিয়ের ঐতিহ্য রয়েছে। তবে এবার তা রেকর্ড গড়েছে। শহরের টাউন স্কয়ারে এই গণবিয়ের আয়োজন করা হয়। বিভিন্ন প্রজন্মের প্রেমিক-প্রেমিকা একসঙ্গে নিজের সঙ্গীকে বিয়েতে ‘আমি রাজি’ বলে সায় দেন। কেউ কেউ অর্থ বাঁচাতে এই অনুষ্ঠানে বিয়ে সেরে নিতে এসেছেন। অনেকে আবার দীর্ঘদিনের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে এসেছিলেন অনুষ্ঠানে।

সাদা পোশাকে কনের বেশে ২৮ বছর বয়সী রোজালিন রুইজ এই অনুষ্ঠানে তাঁর প্রেমিককে বিয়ে করেছেন। তিনি বলেন, ‘বিয়ে খুবই ব্যয়বহুল।’ তাই সঙ্গী রিকার্ডো রেয়াসকে (৩০) ‘সবচেয়ে সহজ’ উপায়ে এখানে বিয়ে করেছেন।

রাজ্যের সরকারি নিবন্ধন বিভাগের পরিচালক সোনিয়া ক্রুজ সেখানে উপস্থিত যুগলদের ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়েতে’ অংশ নেওয়ার ঘোষণা দেন। এ সময় টাউন স্কয়ার মুহুর্মুহু করতালিতে ভেসে যায়। সোনিয়া ক্রুজ তাঁদের একে অপরকে চুম্বন করার আহ্বান জানান।

এ বছর গণবিয়ের অনুষ্ঠানের খরচ বহন করেছে স্থানীয় মেয়রের দপ্তর। এ ছাড়া শহরের সবচেয়ে বেশি পুরোনো দম্পতির মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে এক দম্পতি তাঁদের বিবাহিত জীবনের ৫০ বছর পার করেছেন। তাঁরা টেলিভিশন ও আরামকেদারা পেয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।