শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিআরডিবিতে জনবল সংকট, সেবাবঞ্চিত কাউখালীর বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   18 বার পঠিত

বিআরডিবিতে জনবল সংকট, সেবাবঞ্চিত কাউখালীর বাসিন্দারা

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের জনবল সংকট থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা।

অফিস সূত্রে জানা গেছে, অফিসের কর্মকর্তা, সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন শাখার ৩৩টি পদ থাকলেও আছে মাত্র ১৪ জন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ১৯ পদ খালি রয়েছে, ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বিআরডিবি অফিস।

২০২২ সালের ১ নভেম্বর মোহাম্মদ নূর হোসেন চৌধুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর আর কোনো কর্মকর্তা কাউখালীতে যোগদান করেনি, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছেন। বর্তমানে জেলার ইন্দুরকানি উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মনজুর এলাহী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জনবল সংকট থাকার কারণে মাঠপর্যায়ে কোনো পরিদর্শক না থাকায় ঋণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। সমিতির সদস্যরা ঋণ পরিশোধ করেও নতুন কোনো ঋণ পাচ্ছে না।

এ ব্যাপারে সমবায় সমিতির উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কচুয়াকাটি ম্যানেজার সাবেক ইউপি সদস্য শ্যামল কৃষ্ণ কর বলেন, এক বছর পূর্বে লোনের টাকা পরিশোধ করে ও নতুন কোনো লোন পাচ্ছি না ফলে আমাদের সমিতির কার্যকলাপ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

এ ব্যাপারে সদ্য বিদায়ী সাবেক বিআরডিবির চেয়ারম্যান মো. হারুন অর রসিদ খান বলেন, বিআরডিবি কৃষকদের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান। কিছু কর্মকর্তাদের গাফিলতি ও জনবল না থাকার কারণে বিআরডিবি অফিসের কার্যকলাপ বিলুপ্তির পথে। এখন আর কৃষকরা ক্ষুদ্রঋণ ও কৃষি সরঞ্জাম কৃষকরা পাচ্ছে না।

তিনি আরও বলেন, লোন চাইলে লোন দিতে চায় না, তারা বলেন লোন আদায় করবে কে।

এ ব্যাপারে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন কর্মরত পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মনজুর এলাহী বলেন, জনবল সংকট থাকায় আমরা ভুক্তভোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। মাঠপর্যায়ে কোনো পরিদর্শক না থাকায় ঋণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

পিরোজপুর জেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক বিএম কামরুজ্জামান বলেন, কাউখালীতে জনবল সংকট সম্পর্কে আমরা অবগত আছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে অবগত করেছি । আশা করি, কিছুদিনের ভেতরে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

Facebook Comments Box

Posted ৫:৩০ এএম | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(54 বার পঠিত)
Il modo migliore per best online casino
(32 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।