বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গাজায় সহায়তা সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

গাজায় সহায়তা সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল

ইসরাইল গাজায় রোববার সহায়তা সরবরাহ বন্ধ করে দিয়েছে। ছয় সপ্তাহের যুদ্ধবিরতির ফলে গুরুত্বপূর্ণ খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রবেশ সম্ভব হয়েছিল। জাতিসংঘ সেখানে অবিলম্বে পুনরায় মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

৪২ দিনের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর যুদ্ধবিরতির সময় বাড়ানোর আলোচনা অচলাবস্থার মুখে পড়ার পর ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী মিশর ও কাতার ইসরাইলের বিরুদ্ধে সাহায্য সরবরাহ বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এএফপির ছবিতে রাফাহ ক্রসিংয়ের মিশরের পাশে পণ্য বোঝাই ট্রাকগুলোকে গাজায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, রোববার ভোরে ইসরাইল এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। কিন্তু হামাস বারংবার সময়সীমা বৃদ্ধি প্রত্যাখ্যান করে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়কে সমর্থন দিচ্ছে।

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সাথে সাথে, ইসরাইল ও ফিলিস্তিনি উভয় সূত্র হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক হামলার খবর দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।

হামাস বলেছে, ‘মানবিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত সস্তা ব্ল্যাকমেইল, যুদ্ধাপরাধ ও (যুদ্ধবিরতি) চুক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট লংঘন।’

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার’ অভিযোগ করেছে। কাতারও একই মন্তব্য করেছে।

ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনও আলোচনা প্রত্যাখ্যানকারি সৌদি আরব সহায়তা সরবরাহ আটকে দেওয়াকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে উল্লেখ করে সাহায্য বন্ধের ঘটনার নিন্দা জানিয়েছে।

জর্ডান বলেছে, ইসরাইলের এই পদক্ষেপ গাজায় ‘পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি’ দিচ্ছে।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস ‘অবিলম্বে গাজায় মানবিক সহায়তা সরবরাহ চালু করার’ আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১:৫৭ পিএম | সোমবার, ০৩ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।