| শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
সঞ্জয় দত্তর অনুরাগীদের জন্য সুখবর।
আর্শাদ ওয়ার্শি ওরফে সার্কিটকে সঙ্গে নিয়ে ছ’বছর পরে ফিরছেন ‘মুন্নাভাই’। এই খবর স্বয়ং সঞ্জয় তাঁর অনুরাগীদের জানিয়েছেন। খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে খুশির বন্যা। তাঁদের দাবি, এত বছর অপেক্ষা করানো সার্থক। তবে একটু রদবদল ঘটেছে। সঞ্জয় আর্শাদকে নিয়ে ফিরছেন। তবে ‘মুন্নাভাই’ সিক্যুয়েলে নয়। অন্য ছবিতে।
সঞ্জয় নিজেই জানিয়েছেন, তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা একটি ছবি আনতে চলেছে। সেখানেই তাঁর সঙ্গে দেখা যাবে তাঁর বড়পর্দার বন্ধুকে। বহু বছর পরে আবার একসঙ্গে কাজ করতে পেরে সঞ্জয় খুবই খুশি। তিনি একটি পোস্টারও ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, দুই অভিনেতা সম্ভবত প্রতারক। জেলের পিছনে বন্দি। গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক যেমন ‘মুন্নাভাই এমবিবিএস’-এ দেখা যেত।
নিজের উত্তেজনাও গোপন করেননি অভিনেতা। পোস্টার ভাগের সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের মতোই আমারও দীর্ঘ প্রতীক্ষা। তবে প্রতীক্ষার অবসান হল। আমি আর সার্কিট আবার একসঙ্গে। কিন্তু অন্য ছবিতে। আপনাদের সঙ্গে না ভাগ করে থাকতে পারলাম না।’ নতুন ছবির পরিচালনায় সিদ্ধান্ত সচদেব। সঞ্জয়ের ক্যাপশন ছুঁয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের। প্রত্যেকে মন্তব্য বিভাগে ভালবাসা, শুভেচ্ছা জানিয়েছেন। সবার একটাই আনন্দ, দেরিতে হলেও ‘সার্কিট’কে নিয়ে ফিরছেন ‘সঞ্জুবাবা’। সঞ্জয় আপাতত ব্যস্ত তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার সাই-ফাই রহস্যরোমাঞ্চ ছবি নিয়ে ‘দ্য ভার্জিন ট্রি’ নিয়ে।। সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে মৌনী রায়কে।
Posted ১:৫৫ এএম | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।