| বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 41 বার পঠিত
বলিউড অভিনেতা অজয় দেবগনের পর এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন অজয়ের স্ত্রী, বলিউডের বিখ্যাত বাঙালি অভিনেত্রী কাজল। ডিজনি হটস্টার প্লাটফর্মে আসছে কাজল অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। সম্প্রতি মুক্তি পেল এই ওয়েব সিরিজের দুই মিনিটের ট্রেলার। এই ট্রেলারে কাজলকে দেখা যাচ্ছে বাঙালি আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে। যিনি একজন গৃহবধূ। ‘দ্য ট্রায়াল’ নামের এই ওটিটি সিরিজে নয়নিকার চরিত্রে তৈরি হওয়ার জন্য টানা তিন মাস নিজেকে আয়নার সামনে গ্রুমিং করেছেন বলে মুম্বাইয়ে জানিয়েছেন কাজল।
কাজল জানান, ‘আসলে কোনও চরিত্রের জটিলতাই আমার প্রাথমিকভাবে চোখে পড়ে। এই ওয়েব সিরিজে নয়নিকার মধ্যে থাকা স্তরগুলো আমাকে প্রথম থেকে আকৃষ্ট করেছিল। চিত্রনাট্য শোনার পর থেকেই আমি মনে মনে নয়নিকা হিসেবে নিজেকে তৈরি করে ফেলেছিলাম। চরিত্রটির প্রতি মন থেকে একটা টান অনুভব করেছিলাম। এই ওয়েব সিরিজে যোগ দেওয়ার ওটাই ছিল আমার বড় কারণ।’
‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে পরিচালক সুপর্ণ ভার্মা এমন একটি পৃথিবী তৈরি করেছেন, যেখানে চরিত্র গুলির দুর্বলতা জীবনের তৈরি করা নিষ্ঠুর পরিস্থিতিগুলির মুখোমুখি হয়। এরকমই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নয়নিকাকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আর এই কারণেই এই ওয়েব সিরিজের দর্শকরা নয়নিকার চরিত্রের সঙ্গে নিজেদের একাত্মবোধ করতে পারবেন বলে জানিয়েছেন পরিচালক সুপর্ণ ভার্মা।
গত শুক্রবারই কাজল হঠাৎ ঘোষণা করেছিলেন যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন এবং ইনস্টাগ্রাম থেকে তিনি তার পুরনো পোস্টগুলি সরিয়েও ফেলেন। সেই সময় অনেকে ভেবে বসেন ব্যক্তিগত জীবনে হয়তো কোনও সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী। কিন্তু পরে বোঝা যায় এই সবই ছিল কাজলের এই ওয়েব সিরিজের এটি একটি প্রচারমূলক কৌশল। সেই সময় কাজল তার পোস্টে লিখেছিলেন- ‘আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি আমি…।’
সুপর্ণ ভার্মা পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন কলকাতার বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত কাজলের স্বামীর ভূমিকায়। যিশু এই সিরিজে যৌন হেনস্থায় অভিযুক্ত এক বিচারকের চরিত্রে অভিনয় করছেন এবং কাজল অভিনয় করছেন জুনিয়ার আইনজীবীর ভূমিকায়। এই ওয়েব সিরিজ যে রীতিমতো জমজমাট কোর্ট রুম ড্রামা হতে চলেছ, তা এই সিরিজের ট্রেলার দেখার পর স্পষ্ট হয়ে গেছে। আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘দ্য ট্রায়াল’ ওটিটি সিরিজের স্ট্রিমিং। গত বছর হিন্দি ওটিটি সিরিজ ‘রুদ্র’-তে অভিনয় করে ওটিটি সিরিজে আত্মপ্রকাশ করেছেন অজয় দেবগন। আর এবছর হিন্দি ওটিটি সিরিজে অভিনয়ে আত্মপ্রকাশ করলেন অজয় পত্নী কাজল।
Posted ৪:৩৮ এএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।