শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সোনালি শাড়িতে গাড়িতে বসে গভীর চুম্বন, ভূমির সঙ্গে কে এই রহস্যময় পুরুষ

  |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত

সোনালি শাড়িতে গাড়িতে বসে গভীর চুম্বন, ভূমির সঙ্গে কে এই রহস্যময় পুরুষ

‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন। এই উপলক্ষে ১২ ফেব্রুয়ারি তাঁরা মুম্বাইতে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন। এই রাত বলিউড তারকাদের দ্যুতিতে আরও ঝলমলিয়ে উঠেছিল।

‘সিয়ারা’-র বিয়ের রিসেপশনে সোনালি শাড়িতে সব নজর কেড়েছিলেন নায়িকা ভূমি পেডনেকর। তবে এই রাতে ভূমির এক ভিডিও নেট দুনিয়ায় রীতিমতো ‘হুলুস্থুল’ ফেলে দিয়েছে। সেই রাতে পার্টির পর ভূমি মুম্বাইয়ের পাঁচতারা হোটেল সেন্ট রেগিস থেকে বের হয়েছিলেন। এরপর তাঁকে এক গাড়িতে উঠতে দেখা যায়। আর এই গাড়িতে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন বিশেষ একজন। ভূমি গাড়িতে বসেন, আর তারপর সেই বিশেষ ব্যক্তিটিকে গভীর চুম্বন করতে দেখা যায় তাঁকে। বাইরে সারি সারি পাপারাজ্জি, আর তাঁদের ক্যামেরার আলোর ঝলকানি। কিন্তু ভূমি এ সবকিছুকে তোয়াক্কা না করে নিজের কাজটা করে গেছেন।

গাড়ির দরজা বন্ধ থাকলেও পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সকে ফাঁকি দিতে পারেননি তাঁরা। তাই সেই রহস্যময় পুরুষের সঙ্গে তাঁর চুম্বনের দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়ে যায়। ভূমির এই গভীর চুম্বনের ভিডিওটি এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।  

এখন প্রশ্ন, কে সেই বিশেষ ব্যক্তি। সত্যিই কী তাঁরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, না নিছকই বন্ধুত্ব। পরিচয় একটা পাওয়া গেছে। বন্ধ গাড়িতে যাঁকে ভূমি চুম্বন করতে মগ্ন ছিলেন, তিনি হলেন মুম্বাইয়ের নামজাদা ব্যবসায়ী যশ কাটারিয়া। রিয়েল স্টেটের ব্যবসার সঙ্গে জড়িত ২৮ বছরের এই তরুণ ব্যবসায়ী।

অভিনেত্রী রাকুল প্রীত সিং আর চিত্রনির্মাতা জ্যাকি ভগনানির অত্যন্ত কাছের বন্ধু যশ। তবে ভূমি আর যশের প্রেমের গুঞ্জন বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে। এর আগেও ভূমি আর যশের ছবি প্রকাশ্যে এসেছে। তবে তাঁরা কখনো নিজেদের সম্পর্কের ব্যাপারে খোলাসা করেননি। কিন্তু সম্প্রতি এই ফাঁস হওয়া ভিডিও তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:৪৭ এএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।