শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভাঙা প্রেম নিয়ে যা বললেন নেইমারের প্রেমিকা

  |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   106 বার পঠিত

ভাঙা প্রেম নিয়ে যা বললেন নেইমারের প্রেমিকা

নেইমার ব্রাজিলের তারকা ফুটবলার । ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার। এ তালিকায় রয়েছেন মার্কিন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া বারুলিস। প্রথমবারের মতো ভারতে এসেছেন নেইমারের এই প্রাক্তন। আপাতত লক্ষ্য বলিউড। এজন্য নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন। এর ফাঁকে বম্বে টাইমসের সঙ্গে কথা বলেছেন তিনি। এ আলাপচারিতায় কাজের পাশাপাশি প্রাক্তন প্রেমিক নেইমারকে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

নেইমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে কলম্বিয়ান গায়ক মালুমার সঙ্গে সম্পর্কে ছিলেন নাতালিয়া। এ সম্পর্ক থেকে বেরিয়েই নেইমারের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে গুঞ্জন চাউর হয়— নেইমারের কারণে গায়কের সঙ্গে সম্পর্কের ইতি টানেন এই মডেল।

এ বিষয়ে নাতালিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন— ‘এসব তথ্য সঠিক নয়। একজনের জন্য অন্যজনকে কখনো ছেড়ে যাইনি। আমার জন্য এই সম্পর্ক উপযুক্ত ছিল না। এজন্য প্রথম সম্পর্ক থেকে বেরিয়ে আসি। কিন্তু বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলাম না। আমার কোনো ত্রিভুজ প্রেমের বিষয় ছিল না। নেইমারের সঙ্গে যখন দেখা হয়, তখন আমি সিঙ্গেল ছিলাম। এখন পেছনে তাকালে তাদের (নেইমার-মালুমা) প্রতি ভালোবাসা ও সম্মান ছাড়া অন্য কিছু নেই।’

নেইমারের সঙ্গে সম্পর্ক ভাঙার বিস্তারিত কারণ জানাননি নাতালিয়া। তবে কিছুটা ইঙ্গিত দিয়ে এই অভিনেত্রী বলেন— ‘মানুষ আমাকে কারো প্রেমিক হিসেবে ডাকতে শুরু করেছিল, এটি আমার কাছে অনেক বড় একটি সংগ্রাম ছিল। এই মানুষগুলো (ফুটবলার) এতটাই বিখ্যাত যে, আমার মেধাকে অপমান করা হচ্ছিল। আমি এটি থেকে বের হওয়ার চেষ্টা করছি। যদিও আমি এখনো উজ্জ্বল আলো ছড়াতে পারিনি। কিন্তু সেই দিন খুব শিগগির আসবে।’

ভারতে এসে নানাভাবে নিজেকে প্রস্তুত করছেন নাতালিয়া। এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, কত্থক নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি অভিনয়ের প্রশিক্ষণ চলছে তার। বলিউডে অভিনয়ের বিষয়ে নাতালিয়া বলেন— ‘ভারতীয় সংস্কৃতি, এ দেশের মানুষ, বলিউড সবকিছু আমার ভালো লাগে। হতে পারে আমি এখানে কোনো কাজে যুক্ত হব! মনে হয় না বলিউডে কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে প্রয়োজন আছে বলে আমি মনে করি।’

Facebook Comments Box

Posted ১:৩৯ এএম | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।