নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 105 বার পঠিত
পঞ্চগড়ে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরআগে সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার রিপোর্টের তথ্যটি জানিয়েছেন প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
স্থানীয়রা জানান, এখন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভব হচ্ছে। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রাতে কম্বল ও কাঁথা নিতে হচ্ছে। তবে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এখনো বেশ গরম রয়েছে। বিশেষ করে আমাদের জেলায় ডিসেম্বর ও জানুয়ারি (পৌষ-মাঘ) পর্যন্ত শীতের দাপট বেশি থাকে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা কমতে শুরু করায় শীত পড়ে গেছে। ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমবে।
Posted ৬:৪০ এএম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।