| বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে ‘টাইটানিক’ শুধু একটি সিনেমাই নয়। এটি যেন একটি আবেগ-অনুভূতির নাম। আমাদের দেশেও টাইটানিক সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
পাশাপাশি এটি সিনেমাবোদ্ধাদের কাছেও বেশ প্রশংসা লাভ করেছে। সেই সঙ্গে সিনেমাটির প্রতিটি দৃশ্য সবার মন কেড়েছে। তাই মুক্তির এত বছর পর এখনও অনেকে টাইটানিক দেখছেন।
এরই মধ্যে সিনেমাটি মুক্তির ২৫ বছর অতিক্রম করেছে। ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির সঙ্গে সঙ্গে এটি বিশ্বব্যাপি ঝড় তোলে।
টাইটানিক মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছেন এই নির্মাতা জেমস ক্যামেরন। এরই অংশ হিসেবে সিনেমাটি থ্রি-ডিতে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
দুর্দান্ত ভিজ্যুয়াল সিনেমাপ্রেমীদের সামনে উপস্থাপনের জন্য সিনেমাটিকে ত্রিমাত্রিকে নিয়ে গেছেন ক্যামেরন। ১১ একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া এ সিনেমা আজও সবার প্রিয়।
Posted ৪:২৭ এএম | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।