শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভ্রমণ করলেই টাকা দেওয়া হবে!!

  |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

ভ্রমণ করলেই টাকা দেওয়া হবে!!

অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্য। স্বশাসিত এ দ্বীপের নতুন সরকারি পরিকল্পনা অনুযায়ী, সেখানে ঘুরতে গেলে একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন যা বাংলাদেশি ?হিসাবে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা। এমনকি কেউ যদি দল বেঁধে তাইওয়ান ভ্রমণে যান, তাদেরও নগদ অর্থ দেওয়া হবে। পর্যটক আকর্ষণে উচ্চাভিলাষী এ পরিকল্পনা হাতে নিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাইওয়ানের সরকারপ্রধান চেন চিয়েন-জেন এই ঘোষণা দেন। ২০২৩ সালে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা ১ কোটিতে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। মোট ৫ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেওয়া হবে। এছাড়া দল নিয়ে অর্থাৎ কয়েক জন মিলে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটি দলকে ২০ হাজার তাইওয়ানি ডলার নগদে দেওয়া হবে।

এর আগে তাইওয়ানের যোগাযোগমন্ত্রী ওয়াং কুয়ো-সাই বলেছিলেন, তাইওয়ানে আসা পর্যটকদের ডিজিটাল মাধ্যমে নগদ প্রণোদনার অর্থ দেওয়া হবে। অবশ্য এ অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে। পর্যটকরা তাইওয়ানে ঘুরতে গিয়ে থাকা খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে এ অর্থ ব্যবহার করতে পারবেন। তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে ও কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ান সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি। তাইওয়ান পর্যটন ব্যুরোর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখেরও কম পর্যটক তাইওয়ান ভ্রমণ করেন। বেশির ভাগ পর্যটক ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের।

অথচ ২০১৯ সালে এ দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করেন ১ কোটি ১৮ লাখ পর্যটক। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি। কিন্তু ২০২০ সালের শুরুতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাইওয়ান নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। ২০২২ সালে বেশির ভাগ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেননি।

Facebook Comments Box

Posted ১:৫৭ এএম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।