| মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুলি করে ছাত্রছাত্রী ও শিক্ষক হত্যার ঘটনা এখন অভিভাবকদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বড় বড় সিটিগুলোর স্কুল বিভাগ এ বিষয়ে নিজ নিজ বলয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে কারণ বড় শহরগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। নিউইয়র্ক সিটির অবস্থা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। অন্যান্য সিটির স্কুলগুলোতে যখন গুলির ঘটনা ঘটে, তখন নিউইয়র্ক সিটির এবং স্কুলসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গত বুধবার নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনের প্যানেল ফর এডুকেশনাল পলিসি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলো যে প্রতিটি পাবলিক স্কুলের মূল প্রবেশপথ লক করে রাখা হবে ছুটির আগে পর্যন্ত।
স্কুল বিষয়ক অনলাইন পত্রিকা চকবিট জানাচ্ছে, প্যানেল ফর এডুকেশনাল পলিসি এই সিদ্ধান্তের প্রস্তাব দিলে তুমুল বিতর্ক শুরু হয় পক্ষে বিপক্ষে। এই নিয়ম বাস্তবায়নে মেয়র ৪৩ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন। এই অর্থে প্রতিটি গেটে ভিডিও সারভাইল্যান্স ক্যামেরা বসানো হবে, বাজার সিস্টেম ইন্সটল করা হবে। এর মাধ্যমে স্কুল সেফটি এজেন্টরা রিমোটে মনিটর করতে পারবে কে স্কুলে ঢুকতে চাচ্ছে।
স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস বলেন, আমাদের ছাত্রছাত্রীদের রক্ষার দায়িত্ব আমাদের। সে কারণে আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে টেক্সাসের ইউভালডে এলিমেন্টারি স্কুলের ভয়াবহ ঘটনা যাতে আর কোথাও না ঘটতে পারে সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রধান গেট লক রাখার সিদ্ধান্তে শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, গেট বন্ধ রাখা একটি সঠিক সিদ্ধান্ত। তবে অনেক স্কুলের প্রিন্সিপ্যাল মেইন গেট বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন করেননি।
Posted ২:১২ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।