শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আমেরিকা ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   20 বার পঠিত

গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে। তাতে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করা হয়েছে। সেই সঙ্গে গাজায় যত দ্রুত সম্ভব সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

গতকাল সোমবার আল–জাজিরার হাতে ওই খসড়া প্রস্তাব আসে। তাতে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে তার আগে হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে হবে।

যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে রাফায় স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ইসরায়েল যাতে বড় ধরনের স্থল অভিযান না চালাতে পারে, সে ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ইসরায়েল বলেছে, তাদের রাফায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। রাফায় ১৪ লাখের বেশি বাসিন্দা রয়েছেন। আর গাজা থেকে ২৩ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে রাফায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। জাতিসংঘ বলেছে, এতে সেখানে মানবিক পরিস্থিতির চরম অবনতি হতে পারে। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে।

দুই সপ্তাহ আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য আলজেরিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রাথমিক খসড়া প্রস্তাব দেয়। এই খসড়া প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার ভোটাভুটি হওয়ার কথা।

ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি ও বন্দী বিনিময় নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েল ও কাতার।

আল–জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বায়েস বলেন, এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দ ব্যবহার করেছে। এটা তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে কোনো খসড়া প্রস্তাবে ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলেনি। এখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিল।

এর আগে ইসরায়েলের বিপক্ষে আনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে দুবার ভেটো দেয় যুক্তরাষ্ট্র। দুবার ভোটদানে বিরত থাকে।

বায়েস বলেছেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের অবস্থানে স্পষ্টতই পরিবর্তন ঘটেছে। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোট হবে কি না, তা নিশ্চিত হয়নি।

ফিলিস্তিনের সরকারের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ হাজার ৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ হাজার ২৮ জন। আর ইসরায়েলের হিসাব অনুসারে হামাসের হামলায় সেখানে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।

Facebook Comments Box

Posted ২:৩৭ পিএম | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।