মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জরিপে দুই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে ডিস্যান্টিস

  |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   15 বার পঠিত

জরিপে দুই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে  ডিস্যান্টিস

সম্ভাব্য দুই রিপাবলিকান প্রার্থী ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতা দেশটির অন্য অঙ্গরাজ্যগুলোর চেয়ে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারেই বেশি। রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের জরিপে এমন চিত্র উঠে এসেছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পর্যায়ের জরিপগুলোতে ট্রাম্পকে ডিস্যান্টিসের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। তবে ‘পাবলিক ওপিনিয়ন স্ট্র্যাটেজি’ পরিচালিত নতুন জরিপ অনুযায়ী, প্রাথমিক রাজ্যগুলোতে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডিস্যান্টিস। এসব রাজ্যে প্রার্থী বাছাইয়ে তুলনামূলক সতর্ক নজর রাখেন ভোটাররা।

গত ২১ থেকে ২৩ মার্চ রিপাবলিকানদের ওপর এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা যায়, আইওয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট (৪৫ শতাংশ-৩৭ শতাংশ) এগিয়ে আছেন ডিস্যান্টিস। অবশ্য নিউ হ্যাম্পশায়ারে দুজনের সমর্থন সমান (৩৯শতাংশ-৩৯ শতাংশ)।

জরিপে আরও দেখা যায়, নিকি হেলি, বিবেক রামস্বামী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মতো অন্য রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প ও ডিস্যান্টিসের চেয়ে পেছনে পড়ে আছেন।

আইওয়াতে ডিস্যান্টিসের পক্ষ/বিপক্ষের ব্যবধান ছিল ৮১ শতাংশ-১১ শতাংশ। আর পেছনে পড়ে যাওয়া ট্রাম্পের ছিল ৭৪ শতাংশ-২৪ শতাংশ। হেলির পক্ষ/বিপক্ষের ব্যবধান ছিল ৬০ শতাংশ-১৯ শতাংশ আর পেন্সের ছিল ৫৯শতাংশ-৩৫ শতাংশ।

পক্ষ/বিপক্ষের ব্যবধান অনেকটা একই রকম ছিল নিউ হ্যাম্পশায়ারেও। ডিস্যান্টিসের ছিল ৭৭ শতাংশ-১৫ শতাংশ আর ট্রাম্পের ছিল ৬৯ শতাংশ-২৯ শতাংশ। তাঁদের পেছনে থাকা হেলির ছিল ৫৪ শতাংশ-২৩ শতাংশ আর পেন্সের ৫০ শতাংশ-৪৩ শতাংশ।

যদিও ডিস্যান্টিসকে রিপাবলিকানদের সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, জরিপে অংশ নেওয়া অনেক রিপাবলিকানই বলছেন, জো বাইডেনকে হারাতে তাঁকে তাঁরা সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করছেন না।

নিউ হ্যাম্পশায়ারে জরিপে অংশ নেওয়া মাত্রা ৪৮ শতাংশ মনে করেন, বাইডেনকে হারানোর মতো যোগ্য প্রার্থী ডিস্যান্টিস। আর মাত্র ৪৬ শতাংশ মনে করেন, ট্রাম্পই বাইডেনকে হারাতে পারবেন।

অবশ্য আইওয়াতে ডিস্যান্টিসের অবস্থান কিছুটা ভালো। এই অঙ্গরাজ্যের ৫৪ শতাংশই মনে করেন, বাইডেনের চেয়ে ডিস্যান্টিসের জয়ের সম্ভাবনা বেশি। সে তুলনায় ট্রাম্পের সম্ভাবনা আছে বলে মনে করেন ৪৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নের জন্য লড়তে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প, হেলি ও রামস্বামী। তবে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি ডিস্যান্টিস ও পেন্স।

বর্তমান প্রেসিডেন্ট বাইডেন আগামী নির্বাচনেও লড়বেন বলে ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি জানিয়েছেন। তবে বাইডেন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এ ছাড়া অন্য ডেমোক্র্যাটদের মধ্যেও প্রার্থিতা নিয়ে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না।

Facebook Comments Box

Posted ২:৩২ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।