| সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
নাগ আশ্বিন পরিচালিত সিনেমা ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের সময় আঘাত পেয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি নিজে এ কথা তাঁর ব্লগে জানিয়েছেন। যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
ভারতের হায়দরাবাদে ’প্রজেক্ট কে’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অমিতাভ বচ্চন। আর তখনিই গুরুতর আহত হন তিনি।
পাঁজরে আঘাত পেয়ে শুটিং সেট ত্যাগ করেন বিগ বি। হাদরাবাদের এআই হাসপাতালে চিকিৎসককে দেখানো হলে তাঁর সিটি স্ক্যান করানো হয়। এরপর তিনি বাড়ি ফিরে যান।
ব্লগ পোস্টে অমিতাভ নিজেই বলেছেন, ‘হায়দারাবাদে প্রজেক্ট কে সিনেমার শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় আহত হয়েছি। ডান পাঁজরে আঘাত পেয়েছি, শুটিং বাতিল করেছি, চিকিৎসককে দেখিয়েছি, সিটি স্ক্যান করা হয়েছে। স্ট্যাপিং করা হয়েছে, হাঁটতে ও নিশ্বাস নিওয়ার সময় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।’
স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বিগ বিকে মুম্বাই ফিরিয়ে আনা হয়েছে। এখন তিনি মুম্বাইতে নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে। বর্তমানে প্যান ইন্ডিয়া ছবি ‘প্রজেক্ট কে’র শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।
Posted ৭:১৫ এএম | সোমবার, ০৬ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।