| মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 40 বার পঠিত
ঘোষিত হলো বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’। সোমবার (২০ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল পুরস্কার বিজয়ীদের নাম।
২০২২ সালে দুর্দান্ত সাড়া জাগানো চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইল’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে এবং অনুপম খের চলচ্চিত্রটির জন্য বছরের ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। ‘চুপ : রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আর. বাল্কি। ব্রহ্মাস্ত্রের জন্য রণবীর কাপুর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। তার স্ত্রী আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য তার সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন।
অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেঠি তার কন্নড় চলচ্চিত্র ‘কান্তারা’র জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। বরুণ ধাওয়ানও তার ‘ভেড়িয়া’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার জিতেছেন। টেলিভিশন বিভাগে, রূপালী গাঙ্গুলী-অভিনীত ‘অনুপমা’ টেলিভিশন সিরিজ অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে।
প্রবীণ অভিনেত্রী রেখাকে ‘চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের’ জন্য একটি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অপরদিকে সুরকার ও গায়ক হরিহরণকে সংগীতশিল্পে অসামান্য অবদান’-এর জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সেরা ওয়েব সিরিজের পুরস্কার ঘরে তুলেছে ‘রুদ্র : দ্য এজ অব ডার্কনেস’। বছরের সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে রাজামৌলির ‘আরআরআর’। ‘মাইয়া মাইনু’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন সাচেট ট্যান্ডন। অপরদিকে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন নীতি মোহন, মেরি জান গানের জন্য। ‘বিক্রম ভেদা’ থেকে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে পিএস বিনোদ।
এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে বছরের সেরা তারকাদের সম্মানিত করা হয়েছে। মুম্বাইয়ে আয়োজিত হয়েছে এই জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড সন্ধ্যা।
Posted ২:৪৫ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।