মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জি-৪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি

  |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

জি-৪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি

ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানি এই চার‍টি দেশের জোট জি-৪, সম্প্রতি উল্লেখ করেছে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরিভাবে সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সেইসাথে আন্তঃসরকারি আলোচনা (আইজিএন) ফ্রেমওয়ার্কের কাঠামোগত গঠনেরও প্রয়োজন রয়েছে। 

জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের উদ্বোধনী আইজিএন বৈঠকে ভাষণ দিতে গিয়ে, জাতিসংঘে জার্মানির স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত আন্তজে লিয়েন্ডারতসে বলেন, জি-৪ এর পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজন রয়েছে। গত সেপ্টেম্বরে এ নিয়ে বিতর্কের সময়েও বেশিরভাগ নেতারাই এ বিষয়টি স্বীকার করেন

তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে সদস্যরা আইজিএন এর জন্য বৈঠক করছেন। কিন্তু এখন পর্যন্ত সদস্য দেশগুলোর আইজিএন কার্যধারার কোন একক তথ্যগত একাউন্ট বা রেকর্ড নেই।

আইজিএন এর বিন্যাসে কাঠামোগত ত্রুটি সদস্যদেরকে সামনে এগিয়ে যেতে দিচ্ছেনা। এই প্রক্রিয়ার প্রতি সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি, যাতে করে আইজিএন আলোচনা শেষ পর্যন্ত বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা মেনে চলতে পারে। জাতিসংঘের ৩০ টিরও বেশি সদস্য দেশ এ ব্যাপারে একটি নথিতে স্বাক্ষর করেছেন।

নিরাপত্তা পরিষদের ক্রমবর্ধমান জটিল এবং চ্যালেঞ্জিং বৈশ্বিক সমস্যাগুলোর কথা উল্লেখ করে, জি-৪ বলে যে, এখনই পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত যেন আর একটি বছর অকারণে নষ্ট না হয়।

জি-৪ বিশ্বাস করে যে সদস্য রাষ্ট্রগুলোর অস্থায়ী সদস্যদের মনোনয়ন এবং নির্বাচনের সময় ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাজ্য (এসআইডিএস) সহ ছোট এবং মাঝারি আকারের সদস্য রাষ্ট্রগুলোর কথা যথাযথভাবে বিবেচনা করা উচিত। তাছাড়া সংস্কারকৃত নিরাপত্তা পরিষদে আফ্রিকান প্রতিনিধির ব্যাপারেও পূর্ণ সমর্থন প্রকাশ করে জি-৪।

ন্যায়সম্মত ভৌগলিক বন্টন এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব ধারণার উপর জোর প্রদান করে জি-৪। কারণ ন্যায়সঙ্গত ভৌগলিক বন্টন আন্তর্জাতিক ব্যবস্থার একটি ভিত্তি। একই সাথে বৈধতা এবং কার্যকারিতার জন্য এটি প্রয়োজনীয়।

Facebook Comments Box

Posted ১২:৪৬ এএম | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।