| বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত
‘ওএমজি’ সিনেমায় কৃষ্ণরূপে দেখা মিলেছিল অক্ষয় কুমারের। এবার শিবরূপে আরও একবার পর্দায় ফিরতে চলেছেন এ অভিনেতা। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে সিনেমাটির সিক্যুয়াল ‘ওএমজি ২’। সোমবার মুক্তি পেল ছবিটির প্রথম পোস্টার।
বলা হয়, সোমবার শিবের বার। তাই পোস্টার উন্মোচনে বিশেষ দিনটিকেই বেছে নিলেন বলিউডের ‘খিলাড়ি’। পোস্টারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, আর কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে ছবিটি আসবে, আগামী ১১ আগস্ট। শীঘ্রই টিজার মুক্তি পাবে।
ছবিতে দেখা যাচ্ছে, লম্বা চুল, মাথায় জটা এবং কপালে লেপা ছাই। গলায় নীল রং, সঙ্গে ঝুলছে রুদ্রাক্ষের মালা। আর এক অদ্ভুত শীতল দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে রয়েছেন শিবরূপী অক্ষয়। এমন লুকে অভিনেতাকে দেখে স্বভাবতই চমকে গিয়েছেন অনুরাগীরা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও।
অক্ষয়ের শেয়ার করা এই পোস্টারের নীচে কমেন্ট করেছেন অভিনেতা টাইগার শ্রুফ। তিনি লিখেছেন, ‘পাজি!’
‘ওএমজি ২’-এর লেখক ও পরিচালক অমিত রাই। অক্ষয় ছাড়াও ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠীকে।
Posted ৪:৪২ এএম | বুধবার, ০৫ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।