| বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি। প্রতিষ্ঠানটির ৭ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার। যা পুরো বিশ্বে ডিজনির মোট কর্মচারীর ৩ দশমিক ৬ শতাংশ।
সাড়ে ৫০০ কোটি ডলার ব্যয় কমানো ও ব্যবসাকে আরও লাভজনক করতে এই পদক্ষেপ নিচ্ছে ডিজনি। ব্যয় কমানোর এই পরিকল্পনার আওতায় তিনটি বিভাগকে ঢেলে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি।
২০২১ সালে আগস্টের তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানে ১ লাখ ৯০ হাজার কর্মী রয়েছে। ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠিত স্ট্রিমিং সার্ভিস কোম্পানিটি গত প্রান্তিকে প্রথমবারের মতো গ্রাহক হারাতে থাকে। যার প্রভাব পড়ে কোম্পানির মুনাফায়।
কোম্পানির ডিরেক্টর বব ইগার বলেন, ‘আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের প্রতিভাকে আমি অত্যন্ত সম্মান ও প্রশংসা করি।’ প্রথমবারের মতো একবারে ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে সংস্থা।
Posted ১:৪০ পিএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।